লাইভ টক শোতে পাকিস্তানী সাংবাদিককে মারধর করলো নেতা

পিবিএ ডেস্ক: পাকিস্তানের একটি টিভি শোতে সম্প্রতি দেখা গেল এক ধুন্ধুমার কাণ্ড। লাইভ টক শো চলছিল। হঠাৎই সেখানে শুরু হলো মারামারি! অনুষ্ঠানে উপস্থিত এক পাকিস্তানী সাংবাদিককে শারীরিক আক্রমণ করলেন ক্ষমতাসীন তেহরিক-ই-ইনসাফ দলের একজন নেতা। রাজনীতিকের এ ধরণের আচরণে দেশটিতে উঠেছে নিন্দার ঝড়। ভাইরাল হয়ে গেছে ওই ঘটনার ভিডিও ফুটেজ।

ভিডিওতে দেখা যায়, প্রতিদিনের মতো চলছিল টিভির আলোচনা বা টক শো। অন্যান্য অতিথিদের সঙ্গে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজনীতিক মনসুর আলি সিয়াল ও সাংবাদিক ইমতিয়াজ খান ফারান। এক পর্যায়ে মনসুর আলির সঙ্গে ইমতিয়াজ খানের কথা কাটাকাটি শুরু হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে সাংবাদিকের ওপর লাইভ শোতেই চড়াও হন পাক নেতা। ঘুষি, থাপ্পড়, লাথি কিছুই বাকি ছিল না।

পুরো ঘটনাই ধরা পড়ে লাইভ ক্যামেরায়। এমন অবস্থা হয় যে সবাই শো ছেড়ে উঠে যান। কিছুক্ষণ পর সবাই শান্ত হলে, আবার শো শুরু হয়।

পিবিএ/বাখ

আরও পড়ুন...