ইংল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

 

 

 

পিবিএ স্পোর্টস ডেস্কঃ চলতি বিশ্বকাপের ৩২তম ম্যাচে মুখোমুখি হয় স্বাগতিক ইংল্যান্ড আর অস্ট্রেলিয়া। দ্বাদশ বিশ্বকাপের আয়োজক ইংলিশদের ৬৪ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে । এই জয়ে টেবিলের শীর্ষে উঠলো অস্ট্রেলিয়া। ৭ ম্যাচের ছয়টিতে জয় আর একটি পরাজয়ে অস্ট্রেলিয়ার সংগ্রহ ১২ পয়েন্ট। ছয় ম্যাচ খেলা নিউজিল্যান্ড ১১ পয়েন্ট নিয়ে দুইয়ে, ভারত ৭ পয়েন্ট নিয়ে তিনে, ইংল্যান্ড ৮ পয়েন্ট নিয়ে চারে। ৭ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে টাইগাররা অবস্থান করছে টেবিলের পাঁচে।

ইংল্যান্ড হেরে গেল অস্ট্রেলিয়ার দুই বাঁহাতি পেসার মিচেল স্টার্ক ও জেসন বেরেনডর্ফের কাছেই। দুজনে মিলে নিয়েছেন ৯ উইকেট। ইনিংসের দ্বিতীয় বলেই ভয়ংকর এক ইনসুইংয়ে জেমস ভিন্সের মিডল স্টাম্প উড়িয়েছেন বেরেনডর্ফ। এটি দিয়ে শুরু, এরপর আরও চারটি উইকেট তুলেছেন এ বাঁহাতি পেসার। ৪৪ রানের বিনিময়ে ক্যারিয়ারে প্রথমবারের মতো ৫ উইকেট তুলে নিয়েছেন বেরেনডর্ফ।

উইকেট সংখ্যায় বেরেনডর্ফের চেয়ে পিছিয়ে থাকলেও অস্ট্রেলিয়ার মূল নায়ক ছিলেন স্টার্ক। স্টোকসকে আউট করার আগে আরও বড় সর্বনাশ করেছেন ইংল্যান্ডের। চতুর্থ ওভারেই ইংলিশ ব্যাটিং লাইনআপের সবচেয়ে বড় স্তম্ভ জো রুটকে এলবিডব্লুর ফাঁদে ফেলেছেন দারুণ এক ইনসুইঙ্গারে। নিজের পরের ওভারেই ফিরিয়েছেন অধিনায়ক এউইন মরগানকে। আদিল রশিদকে ফিরিয়ে ম্যাচটা শেষও করেছেন স্টার্কই। ৪৩ রান দিয়ে ৪ উইকেট নেন স্টার্ক ।

পিবিএ/এমআর

আরও পড়ুন...