টসে জিতে ব্যাটিংয়ে নিউজিল্যান্ড

বার্মিংহামের এজবাস্টনে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ড

পিবিএ ডেস্ক: বিশ্বকাপে গুরুত্বপূর্ণ ম্যাচে আজ বুধবার পাকিস্তানের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। বার্মিংহামের এজবাস্টনে হচ্ছে ম্যাচটি। বৃষ্টির কারণে টস হতে ৩০ মিনিট বিলম্ব হয়েছে। টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ড।

আজ জিতলেই প্রথম চারে নিজেদের অবস্থান নিশ্চিত করবে নিউজিল্যান্ড। নিশ্চিত হবে সেমিফাইনাল খেলা। অন্যদিকে আসরে টিকে থাকতে হলে আজ জিততেই হবে পাকিস্তানকে।

ক্রিকেটের ইতিহাসে দুই দলের ১০৬ দেখায় ৫৪টিতে জিতেছে পাকিস্তান। আর ৪৮ ম্যাচে বিজয়ী দল নিউজিল্যান্ড।

তবে চলতি বিশ্বকাপে এটা দুই দলের সপ্তম ম্যাচ। ছয়টি ম্যাচের মধ্যে পাঁচটিতেই জয় পেয়েছে নিউজিল্যান্ড। বৃষ্টিতে ভেসে যাওয়া ম্যাচটি ছাড়া কোনো ম্যাচ হারেনি কিউইরা। ১১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে নিউজিল্যান্ড।

পয়েন্ট তালিকায় পাকিস্তানের অবস্থান এখন সপ্তম। এখন পর্যন্ত ছয়টি ম্যাচ খেলে পাকিস্তান পেয়েছে ৫ পয়েন্ট।

দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে পাকিস্তান। হারিস সোহেল আর মোহাম্মদ আমিরের ওপর ভর করে ১৯৯২ সালের মতই কিছু করতে চায় পাকিস্তান।

বিশ্বকাপের পরিসংখ্যানে কিউইদের চেয়ে এগিয়ে আছে পাকিস্তান। এখন পর্যন্ত আটবার মুখোমুখি হয়েছে দুদল। যার মধ্যে ছয়বারই জয় পেয়েছে পাকিস্তান, দুবার জয়ী হয়েছে নিউজিল্যান্ড।

নিউজিল্যান্ড একাদশ : গাপটিল, মুনরো, উইলিয়ামসন, রস টেলর, লাথাম, নিশাম, গ্র্যান্ডহোম, স্যান্টনার, হেনরি, ফার্গুসন ও বোল্ট।

পাকিস্তান একাদশ : ইমাম-উল-হক, ফখর জামান, বাবর আজম, হাফিজ, সরফরাজ, হারিস সোহেল, ইমাদ, ওয়াহাব রিয়াজ, শাদাব, আমির ও শাহিন আফ্রিদি।

পিবিএ/এএইচ

আরও পড়ুন...