সমাজ থেকে সন্ত্রাস ও সহিংসতা রোধে ছাত্রছাত্রীরা ভূমিকা পালন করতে পারে

পিবিএ ডেস্কঃ মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ফার্মেসী বিভাগে চারজন ছাত্র-ছাত্রীদের একটি প্রতিনিধিদল সন্ত্রাসবাদ ও চরমপন্থা প্রতিরোধে স্থানীয় লোকদের সম্পৃক্ততা শীর্শক এক সেমিনারে অংশগ্রহণ করেণ।
সিডিপি ও বাংলাদেশ পুলিশের সন্ত্রাস বিরোধী শাখার যৌথ উদ্দ্যোগে ব্রাক ইঊনিভার্সিটির অডিটরিয়ামে সেমিনারের আয়োজন করা হয়।
প্রতিনিধিদলের তত্ত্বাবধানে ছিলেন সেন্টার অব জেনারেল এডুকেশনের সহকারী অধ্যাপক ও ছাত্র উপদেষ্টা মোহাম্মাদ আবুল কালাম আজাদ।
ছাত্রছাত্রীদের প্রতিনিধিরা হলেন আব্দুল কাদের মজুমদার (বিপিএম) মিনহুাজুল হক (বিপিএম) সাদিয়া শারমিন তানিয়া (বিপিএম) সামিয়া জাহান মনি (বিপিএম)। সেমিনারে মার্কিন রাষ্টদূত, অস্ট্রেলিয়ার হাইকমিশনার, ব্রিটিশ উপ-হাইকমিশনার ,ব্র্যাক ইউনির্ভাসিটির ভাইস চ্যালেন্সলর, এডিশনাল এইজিপি, ডিআইজি, এসপি, অতিরিক্তি পুলিশ সুপার সহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, ডিজিএফআই ও এনএসএইয়ের উচ্চপদস্থ কর্মকর্তা, বিভিন্ন বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ও সংগঠন প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সমাজ থেকে সন্ত্রাস ও সহিংসতা রোধে সমাজের সাধারণ মানুষকে সম্পৃক্ত করতে হবে এবং আমাদের দেশের ছাত্রছাত্রীরা এব্যপারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলে সেমিনারে অধিকাংশ আলোচক মনে করেনে ।
পিবিএ/এমএস

আরও পড়ুন...