পিবিএ ডেস্ক: সম্পর্কের এক পর্যায়ে দুজনের মধ্যে দ্বন্দ্ব লেগেই থাকে। সাময়িক সেগুলো মিটলেও অনেকেই মন থেকে মুছতে পারেন না। জীবনে পরম সম্পদ হল সুখ। সুখে থাকতে হলে সম্পর্কের ক্ষেত্রেও কিছু নিয়ম মেনে চলতে হয়
১. কোনো ভুল হলে একে অপরের উপর দোষ চাপিয়ে দেবেন না। সমস্যা হলে দুজনে বসে সমাধানের চেষ্টা করুন। ভুল কী কী ছিল সেগুলো নিজেরাই চিহ্নিত করুন।
২. প্রেম বা বিয়ে যে সম্পর্কেই থাকুন না কেন, আপনাদের সম্পর্কে একমাত্র আপনাদেরই সেই অধিকারটা আছে যে একে অপরের মনোভাব জানার। ভালো, খারাপ বা দুঃখ সেটা কখনই একে অপরের থেকে চেপে যাবেন না।
৩. কখনও কাউকেই আঘাত করে কথা বলা উচিত নয়। সে সম্পর্কেই থাকুন বা অন্য কেউ হোক। কখনোই কারোর মনে আঘাত দেবেন না। যদি মনে করেন যে দিয়েছেন তাহলে ক্ষমা চেয়ে নিন।
৪. অতিরিক্ত রেগে গিয়ে কখনোই একে অপরের পরিবার টেনে কথা বলবেন না। তা কিন্তু একান্তই আপনার নিম্ন রুচির পরিচয় দেবে।
৫. অনেক জুটি সপ্তাহের সব দিনই খুব ব্যস্ত থাকেন। দেখা মেলে কেবল রাতে খাবার টেবিলে। তাই ছুটির দিনে একসঙ্গে থাকার চেষ্টা করুন। একে অপরের পছন্দমতো রান্না করুন, প্রয়োজনীয় কাজ একসঙ্গে সারুন। বন্ধন ভালো হবে।
পিবিএ/বিএইচ