তরকারিতে অতিরিক্ত লবণ যেভাবে সহজেই কমিয়ে ফেলতে পারেন

পিবিএ ডেস্ক:

  • আটা বা ময়দা পানিতে দিয়ে গুলে ছোট একটি বল দিয়ে দিন। অতিরিক্ত লবণ শুষে নেবে এটি।
  • আলুর খোসা ছাড়িয়ে ছোট করে কেটে কয়েক টুকরা দিয়ে দিন। ১৫ থেকে ২০ মিনিটের মধ্যেই অতিরিক্ত লবণ টেনে নেবে আলুর টুকরা।
  • মালাই বা ক্রিম দিতে পারেন। স্বাদ যেমন বাড়বে তরকারির, অতিরিক্ত লবণ ও হলুদও দূর হবে।
  • কাঁচা পেঁয়াজ মাঝখান থেকে কেটে দুই টুকরা করে তরকারিতে দিয়ে দিন। কিছুক্ষণ পর উঠিয়ে ফেলুন।
  • নারকেলের দুধ বা দই দিতে পারেন।
  • পেঁয়াজ বেরেস্তা লবণ কমাতে পারে তরকারির।
  • কুমড়ার বড় দিলে অতিরিক্ত লবণ দূর হয়।
  • পেঁয়াজ ও টমেটোর পেস্ট দিতে পারেন খানিকটা। কমে যাবে লবণ।

পিবিএ/বিএইচ

আরও পড়ুন...