রাবি শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ; তদন্ত কমিটি গঠন

পিবিএ,রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। এছাড়া অভিযুক্ত ওই সহকারী অধ্যাপক বিষ্ণুকুমার অধিকারীকে একাডেমিক কার্যক্রম থেকে অব্যহতি দেওয়া হয়েছে।

রাবি

বৃহস্পতিবার দুপুরে আইইআরের পরিচালক অধ্যাপক আবুল হাসান চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন।

অধ্যাপক আবুল হাসান চৌধুরী পিবিএকে জানান, অভিযোগের ভিত্তিতে প্রাথমিকভাবে অভিযুক্ত শিক্ষক বিষ্ণকুমার অধিকারীকে ২য় ও ৪র্থ বর্ষের ক্লাস-পরীক্ষা, ফলাফলসহ সব ধরণের একাডেমিক কার্যক্রমে অংশগ্রহন থেকে অব্যহতি এবং আইইআরের পরিচালককে প্রধান করে গঠিত তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

তারা অভিযোগের সত্যতা যাচাই করে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে রিপোর্ট জমা দেওয়া হবেও বলে জানান তিনি।
এর আগে মঙ্গলবার ওই শিক্ষকের বিরুদ্ধে আইইআরের পরিচালক বরাবর এক ছাত্রী যৌন হয়রানি ও মানসিকভাবে উত্যক্তের লিখিত অভিযোগ দেন। এরই প্রেক্ষিতে জরুরি সভায় তদন্ত কমিটি গঠন করা হয়।
ভুক্তভোগী ছাত্রী অভিযোগ করে বলেন, শিক্ষক বিষ্ণুকুুমার অধিকারীর দ্বারা বিভিন্নভাবে যৌন হয়রানি ও মানুষিকভাবে উত্তক্তের শিকার হই। যার ফলে মানসিকভাবে অনেক বিপর্যস্ত হয়ে পড়েছি। পড়াশুনা এবং অন্য কোনো কাজেই মনযোগ দিতে পারছি না, মেন্টাল ট্রমায় ভুগছি। এছাড়াও তিনি আমাকে প্রায়ই রাত ১১টার পর ফোন করতেন বলে দাবি করেন ভুক্তভোগী ছাত্রী।

পিবিএ/এএইচ/হক

আরও পড়ুন...