পিবিএ,নরসিংদী: নরসিংদীতে উটপাখি দেখতে গিয়ে চাপাতির কোপে রক্তাক্ত জখম হয়েছে স্কুল ছাত্র রিয়াদ (১৩)। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয় বলে জানান আহত রিয়াদের চাচা জাকির হোসেন। আহত রিয়াদ নরসিংদী পৌর শহরের শাটিরপাড়া মহল্লার দেলোয়ার হোসেনের ছেলে।
ভুক্তভোগি পরিবারের সূত্র জানায়, বৃহস্পতিবার (২৭ জুন) সকালে সাড়ে ৭টায় সাটিরপাড়া কর্মাস স্কুল এন্ড কলেজের সপ্তম শ্রেণীর ছাত্র রিয়াদ হোসেন তার সহপাটি লিংকন, আলীজান জুট মিলে উট পাখি দেখতে যায়। এসময় যুবলীগ নেতা খায়রুল একটি চাপাটি দিয়ে রিয়াদেকে কুপিয়ে রক্তাক্ত জখম করে। পরে আহত রিয়াদকে রক্তাক্ত অবস্থা স্থানীরা উদ্ধার করে প্রথমে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যায়, তার অবস্থা গুরুতর দেখে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ঢামেকে স্থানান্তর করে।
তার চাচা ঢামেক হাসপাতাল থেকে মুঠোফোনে জানান, আহত রিয়াদের অবস্থা গুরুতর মাথার আঘাতে প্রচুর রক্তক্ষরণ হয়েছে ও ৪৫টি সেলাই করা হয়েছে। রিয়াদকে বাচাঁনো জন্য প্রচুর রক্ষ প্রয়োজন লাগবে বলেও জানান।
তবে যুবলীগ নেতা খায়রুল পিবিএকে জানান, আহত রিয়াদ উটপাখির ডিম চুরি করতে গেলে তাইর ভাগিনা ইছসাক (৩০) তা দেখতে পেয়ে রিয়াদকে মারধর করে আহত। পরে খায়রুল নিজেই রিয়াদকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যায়।
পিবিএ/কেএস/হক