আষাঢ়ে উজানের পানিতে আত্রাই নদীতে পানি বৃদ্ধি পেয়েছে। এসময় নতুন পানিতে মাছের আনাগোনাও বাড়ে। তাই উজানের শ্রোতে দুই লাঠি জাল দিয়ে মাছ ধরছে দুই জেলে। ছবিটি নাটোরের গুরুদাসপুর উপজেলার সাবগাড়ী এলাকা থেকে তোলা। বৃহস্পতিবার, ২৭ জুন। ছবি: পিবিএ/নাজমুল হাসান নাহিদ