পিবিএ,ঢাকা: রাজধানীর বায়তুল মোকাররম এলাকা থেকে বুধবার বিকেল সোয়া ৫টার দিকে মোবাইল চিন্তাইকারী চক্রের ৬ সদস্যকে গ্রেফতা করেছে র্যাব -৩। গ্রেফতার কৃতরা হলেন,ইবলু (৩৮),দ্বীন-মোহাম্মদ (৪৫),কাউসার খাঁন (৩২),মোঃ মামুন (৩৬),মোঃ জামাল উদ্দিন (২৩)মোঃ ইউসুফ মিয়া (৩৫)
র্যাব জানায় ,গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক হরা হয়। এসময় আসামীদের নিকট হতে বিভিন্ন ব্রান্ডের ছিনতাইকৃত ৯৪টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। তারা দীর্ঘদিন যাবৎ পরস্পর যোগসাজসে একে অপরের সহায়তায় ছিনতাইকৃত মোবাইল ফোন নিজ হেফাজতে রেখে ঢাকা মহানগরী ও আশ পাশের এলাকায় বিক্রয় করে আসছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে র্যাবের কাছে স্বীকার করেছে।
উপরোক্ত বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীনরয়েছে বলে জনিয়েছে র্যাব।
পিবিএ/হক