পিবিএ,ঢাকা: ব্যাঙ সাপের বেশ পছন্দের শিকার। সাপের মুখে ব্যাঙ- এই ছবি প্রায় দেখতে পাওয়া যায়। সাপের পিঠের উপর বসে আছে একদল ব্যাঙ। এ দৃশ্য কখনও দেখেছেন? টুইটারের সৌজন্যে সম্প্রতি সামনে এসেছে এরকম একটি ভিডিও। যা নিয়ে বিপুল সাড়া পড়েছে নেট দুনিয়ায়।
অস্ট্রেলিয়ার পশ্চিমে কুনুনুরা শহরে থাকেন পল মক। বাড়ির উঠান পেরিয়ে যাওয়ার সময় তিনি দেখেন একটি পাইথন (অজগর) সাপ সামনের জলাশয় থেকে ঘাসের দিকে এগিয়ে আসছে। সাপটি একটু কাছে আসতেই তিনি দেখেন পাইথনের (অজগর) উপর বসে আছে একদল ব্যাঙ। সেই ব্যাঙগুলি চেপে থাকা সত্ত্বেও বেশ জোরেই চলছে সাপটি ।
বিরল এই দৃশ্য চোখের সামনে দেখে হকচকিয়ে যান তিনি। আড়াল থেকে এই ঘটনার ছবি ও ভিডিও করেন। সেই ছবি তিনি পাঠিয়ে দেন নিউজিল্যান্ডে থাকা তাঁর ভাই অ্যান্ড্রু মকের কাছে। অ্যান্ড্রু সেই ছবি ও ভিডিও পোস্ট করেন টুইটারে। তারপর থেকে এই ভিডিও ঝড় তুলেছে নেট দুনিয়ায়।
এই বিরল দৃশ্য দেখে নেটিজেনরা মজা করেছেন বিস্তর। এক জন বলেছেন, ব্যাঙগুলিকে উবর্ রাইড দিচ্ছে সাপটি। তবে নিউ সাউথ ওয়েলস বিশ্ববিদ্যালয়ের জীববিদ্যার গবেষক জোডি রাউলে জানিয়েছেন, পুরুষ ব্যাঙগুলি ওই পাইথনের সঙ্গে মিলনের চেষ্টা করছিল! পুরুষ ব্যাঙেরা প্রায় এরকম করে থাকেন বলে জানিয়েছেন তিনি।
পিবিএ/ইএইচকে