সেমিফাইনালের স্বপ্নে শ্রীলঙ্কাকে আজ জিততেই হবে

পিবিএ ডেস্ক: বিশ্বকাপের আসর থেকে দক্ষিণ আফ্রিকার বিদায় আগেই নিশ্চিত হয়ে গেছে। যার কারণে লঙ্কানদের বিপক্ষে আজকের ম্যাচটি নিয়মরক্ষার হয়ে দাঁড়িয়েছে। তবে ২০১৯ বিশ্বকাপে সেমিফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখতে হলে প্রোটিয়াদের বিপক্ষে জিততে হবে লঙ্কানদের। ২ পয়েন্ট আদায় করতে পারলেই চন্ডিকা হাথুরুসিংহের শিষ্যরা ওঠে আসবে পয়েন্ট তালিকার চতুর্থ স্থানে। তখন তাদের পেছনে পড়ে যাবে ইংল্যান্ড, বাংলাদেশ ও পাকিস্তানের মতো দলগুলো।

শ্রীলঙ্কার বিপক্ষে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ আফ্রিকা।

আজ শুক্রবার (২৮ জুন), বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় রিভার্স গ্রাউন্ডের চেস্টার লি স্ট্রিটে ইংল্যান্ড ও ওয়েলস বিশ্বকাপের ৩৫তম ম্যাচটি শুরু হয়।

আসরে শ্রীলঙ্কার এটি সপ্তম এবং দক্ষিণ আফ্রিকার অষ্টম ম্যাচ।

দক্ষিণ আফ্রিকা একাদশ: কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), হাশিম আমলা, ফাফ ডু প্লেসিস (অধিনায়ক), এইডেন মার্করাম, জেপি ডুমিনি, রসি ফন ডার ডুসেন, ক্রিস মরিস, ইমরান তাহির, ডোয়াইন প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা এবং আন্দিলে ফেলুকাওয়াও।

শ্রীলঙ্কা একাদশ: দিমুথ করুনারত্নে (অধিনায়ক), কুশল পেরেরা, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), অভিষেক ফার্নান্দো, অ্যাঞ্জেলো ম্যাথিউস, থিসারা পেরেরা, ধনাঞ্জয়া ডি সিলভা, জীবন মেন্ডিস, ইসুরু উদানা, লাসিথ মালিঙ্গা এবং সুরঙ্গা লাকমল।

পিবিএ/এএইচ

আরও পড়ুন...