সন্ত্রাসীর আশ্রয়দাতাদেরও শাস্তির আওতায় আনতে হবে

পিবিএ, ঢাকা: আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীয় সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেছেন, বড়গুণার ঘটনায় শুধু সন্ত্রাসী রিফাত ফরাজীকেই নয়, তার আশ্রয়দাতাদেরও শাস্তির আওতায় আনতে হবে।

শুক্রবার (২৮জুন) রাজধানীর শিল্পকলা একাডেমীর মহরা কক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত শহীদ জননী জাহানারা ইমামের ২৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

বুধবার বরগুনার কলেজ সড়কের ক্যালিক্স কিন্ডার গার্টেনের সামনে দিনদুপুরে স্ত্রীর আয়েশা আক্তারের সামনে রিফাত শরীফকে কুপিয়ে মারাত্মক জখম করে দুর্বৃত্তরা। এই হামলার ভিডিওচিত্র সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়েছে। নিহত রিফাত শরীফ সদর উপজেলার বুড়িরচর ইউনিয়নের দুলাল শরীফের ছেলে।

এ বিষয়ে নাসিম বলেন, শুধু রিফাত ফরাজীকে গ্রেপ্তার করলেই হবে না। এরা রাজনৈতক আশ্রয়ে থেকে এইসব সন্ত্রাসী কর্মকাণ্ড চালায়। এদের স্থানীয় পুলিশও সহযোগীতা করে। এরা সন্ত্রাসী। তাদের কোনো দল নেই। এরা বিএনপি-জামায়াতের চেয়েও ভয়ঙ্কর।

তিনি বলেন, শেখ হাসিনা কাউকে খাতির করেন না। তিনি বিশ্বজিৎ ও নুসরাত হত্যাকাণ্ডের বিচার করেছেন। রিফাত দীর্ঘদিন ধরে সন্ত্রাসী কর্মকাণ্ড করে আসছে। তাই আমি অনুরোধ করবো, কোনো আইনজীবী রিফাতের মতো সন্ত্রাসীদের আইনি সহায়তা দেবেন না। তাদের পক্ষে দড়াবেন না।

তিনি আরো বলেন, কোনো বিচারপতি যদি এইসব সন্ত্রাসীদের জামিন দেন, তাদের বিরুদ্ধে জনগণকে নিয়ে রুখে দড়াতে হবে।

তিনি বলেন, ঋণ খেলাপিরা কিভাব হাইকোর্ট থেকে জামিন নেন। এটা আমি বুঝতে পরছিনা।

শহীদ জননী জাহানারা ইমামের সম্পর্কে মোহাম্মদ নাসিম বলেন, তিনি ছিলেন একজন মহিয়সী নারী। তিনি ক্যান্সার নিয়ে ঘাতকদের বিচারের দাবিতে আন্দোলন করেছেন।

তিনি শেষ পর্যন্ত রাষ্ট্রদ্রোহী মামলা নিয়ে মৃত্যু বরণ করেছেন। এই মামলা হয়েছিলো বিএনপির আমলে। এ জন্য খালেদা জিয়ার বিচার হওয়া উচিত।

সংগঠনের নেত্রী দিনাত জাহান মুন্নির সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন-আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য মোজাফ্ফর হোসেন পল্টু, সাবেক মন্ত্রী এ্যাডভোকেট কামরুল ইসলাম, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দিলীপ রায়, কৃষকলীগের সিনিয়র সহ-সভাপতি শেখ জাহাঙ্গির আলম, সংগঠনের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা, সংগঠনের নেত্রী তানভীর সুইটি প্রমুখ।

পিবিএ/এএইচ

আরও পড়ুন...