কান ব্যাথার বিভিন্ন কারণ ও চিকিৎসা

পিবিএ,ডেস্ক: কানের ব্যাথাকে ডাক্তারি পরিভাষায় অটালজিয়া বা এয়ারেক বলে।কানে ব্যাথার প্রধান কারণ ২ টি ।যথাঃ

১. প্রাইমারীঃ কানের নিজস্ব রোগের কারণে।

২. সেকেন্ডারী অথবা রেফার্ডঃ কানের বাইরের কোন রোগের কারণে কানে ব্যাথা হয়।

শিশুর কানের ব্যাথা বেশিরভাগ ক্ষেত্রে প্রাইমারী কারণে হয় কিন্তু বড়দের কানে ব্যাথা বেশিরভাগ রেফার্ড কারণে হয়।

রেফার্ড পেইনের প্রধান মাধ্যম হিসেবে বিবেচনা করা হয় ট্রাইজেমিনাল নার্ভকে। ইহা জিহবার সম্মুখ দুই তৃতীয়াংশ, মুখগহ্বরের নিম্নাংশ, তালু, নিচের পাটির দাতঁ, মেজর স্যালিভারী গ্লান্ড, টিএম জয়েন্ট (চোয়ালের অস্থিসন্ধি), চোয়াল প্রভৃতি জায়গা হইতে ব্যাথা কে বহন করে কানের মধ্যে ব্যাথার অনুভূতি সৃষ্টি করে।ফেসিয়াল নার্ভ নাকের পেছন অংশ এবং স্ফেনয়েড সাইনাস হতে ব্যাথাকে বহন করে কানের মধ্যে ব্যাথার অনুভূতি জাগায়। গ্লোসোফ্যারিজিয়াল নার্ভ জিহবার পেছনের এক তৃতীয়াংশ, টনসিল, ন্যাসোফ্যারিংক্স,হাইপোফ্যারিংক্স,প্যারাফারিঞ্জিয়াল এবং রেট্রোফ্যারিঞ্জিয়াল স্পেস হইতে ব্যাথাকে বহন করে কানের মধ্যে ব্যাথার অনুভূতি জাগায়।

ভ্যাগাস নার্ভ ভ্যালেকুলা,সুপ্রাগ্লোষ্টিস এরিয়া,থাইরয়েড গ্লান্ড হইতে ব্যাথাকে বহন করে কানের মধ্যে ব্যাথার অনুভূতি জাগায়। C2 এবং C3 নার্ভ ঘাড়ের কশেরুকার অস্থিসন্ধি হতে ব্যাথাকে বহন করে কানের মধ্যে ব্যাথার অনুভূতি জাগায়। তাহলে বুঝা গেল কানের নার্ভ সাপ্লাই খুবই জটিল একটি বিষয়।

প্রাইমারী অটালাজিয়ার কারণঃ

১. কর্ণছত্রঃ
আঘাত, ওয়াক্স/কানে খৈল জমা হওয়া, পেরিকন্ড্রাইটিস, সেনুলাইটিস, হারপেস ভাইরাস ইনফেকশন,ক্যান্সার ইত্যাদি।

২.কানের ক্যানেলঃ
অটাইটিস এক্সটার্না, বিষফোঁড়া, ছত্রাকের সংক্রামন, বুলাস মাইরিঞ্জাইটিস, হারপেস ভাইরাসের ইনফেকশন, ক্যান্সার ইত্যাদি।

৩.মধ্যকর্ণঃ
কানপাকা রোগ ও ক্যান্সার।

৪.শব্দ দূষণ।

রেফার্ড অটালজিয়ার কারণঃ

কানে ব্যাথার কারণ কানের মধ্যে খুঁজে না পেলে আমাদেরকে রেফার্ড কারন খুজতে হয়।এটা একটা বড় ধরনের চ্যালেঞ্জ।

কমন রেফার্ড কারনগুলোর মধ্যে আছেঃ

১.দাতঁ থেকেঃ
দাতে ইনফেকশন, দাতের ক্যারিস, আক্কেল দাতের উপরে আটকানো মাংসে ইনফেকশন, চোয়ালের অস্থিসন্ধির প্রদাহ ইত্যাদি।

২.মুখ থেকেঃ
মুখের ভিতরে ক্ষতস্থান ও জিহবার ক্ষতস্থান।
৩.গলা থেকেঃ
টনসিলের ইনফেকশনে, টনসিলে পুজ জমা হওয়া, তালুতে কোন ইনফেকশন, টনসিল অপারেশনের পরে, গলাতে ক্যান্সার ইত্যাদি।

৪.শ্বাসনালী ও খাদ্যনালী থেকেঃ
ভ্যালেকুলা,এপিগ্লোটিস,ল্যারিংক্স,ইসোফ্যাগাসে ইনফেকশন/ক্যান্সার ইত্যাদি।

৫.ঘাড় থেকেঃ
সারভাইকাল স্পন্ডাইলোসিস ও ক্যারিস স্পাইন ।

৬.মানসিক কারনঃ
কোন কারন খুঁজে পাওয়া না গেলে ধারনা করা হয় মানসিক কারণে কান ব্যাথা হতে পারে।

পিবিএ/আরএইচ

আরও পড়ুন...