পিবিএ,ঢাকা: রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে বাংলাদেশের বাজারে আসা নতুন ধরনের মাদক আইসসহ (মেথামফিটামিন) নাইজেরিয়ার এক নাগরিককে আটক করেছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর।
আজাহ আনায়োচুকাওয়া ওনেয়ানুশির(৩৮) কাছ থেকে আধা কেজি ক্রিস্টাল ম্যাথ পাওয়া গেছে। যা মাদকসেবীদের কাছে আইস নামে পরিচিত।
অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো. মোসাদ্দেক হোসেন শুক্রবার এক সংবাদ সম্মেলনে জানান, বৃহস্পতিবার বিকালে হোটেল লা মেরিডিয়ানের উল্টো দিকের সড়ক থেকে ৫০ গ্রাম আইসসহ ওই নাইজেরীয়কে আটক করেন অধিদপ্তরের গোয়েন্দারা।
পরে তার দেওয়া তথ্যে বসুন্ধরা আবাসিক এলাকার এক ফ্ল্যাট থেকে আরও ৪৭২ গ্রাম ক্রিস্টাল মেথ উদ্ধার করা হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, আশা ইউনিভার্সিটি থেকে বি ফার্মা পাস করার পর দীর্ঘদিন ধরে ঢাকাতেই অবস্থান করছিলেন ওই নাইজেরিয়ান নাগরিক।
মোসাদ্দেক হোসেন বলেন, সে ইন্টারনেটের মাধ্যমে মাদকের কারবারে জড়িয়ে যায় এবং আফ্রিকা দেশ মাদক পাচার শুরু করে। ওনিয়েনসি বিভিন্ন সময়ে থাইল্যান্ড, মালয়েশিয়া, ভারত ও কেনিয়া ভ্রমণ করেছেন বলে তথ্য দেওয়া হয় সংবাদ সম্মেলনে।
অতিরিক্ত পরিচালক মোসাদ্দেক বলেন, ক্রিস্টাল মেথ বা আইস ইয়াবার চেয়ে শতগুণ শক্তিশালী মাদক । সরকার বাংলাদেশ ইয়াবা পাচার বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়ায় সে এদেশের মাদক কারবারিদের কাছে তুলনামূলকভাবে কম দামে আইস বিক্রি শুরু করে। জিজ্ঞাসাবাদে এই নাইজেরিয়ান নাগরিক জানায়, ৫/৬ দিন আগে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে উগান্ডা থেকে মাদকের ওই চালান তার কাছে আসে। সে বলেছে, মা মারা যাওয়ায় দ্রুত ওই মাদক বিক্রি করে নাইজেরিয়ায় ফিরে যেতে চাইছিল সে।
পিবিএ/এএইচ