মাতুয়াইলে প্রাইভেট কারের ধাক্কায় বেকারীকর্মী নিহত

নিহত বেলালের স্ত্রী ও স্বজনেরা

পিবিএ,ঢাকা: রাজধানীর মাতুয়াইলে প্রাইভেটকারের ধাক্কায় বেলাল হোসেন (৩৫) নামে এক বেকারীকর্মী নিহত হয়েছে।

শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের তার মৃত্যু হয়।

নিহতের স্ত্রী তাসলিমা বেগম জানান, ৩ সন্তানের জনক ছিলেন বেলাল। তাদের বাড়ি নোয়াখালী বেগমগঞ্জ উপজেলার কাদিরপুর গ্রামে। থাকতো রায়েরবাগ দোতলা মসজিদের পাশে একটি ভাড়া বাড়িতে।

তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ জহিরুল ইসলাম জানান, সকাল সাড়ে ১১ টার দিকে খবর পাই মাতুয়াইলের রাজধানী ফিলিং স্টেশন এর সামনে প্রাইভেটকারেরর ধাক্কায় এক ব্যাক্তি আহত হয়েছে। সঙ্গে সঙ্গে সেখানে গিয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যাই। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঘাতক প্রাইভেট কারটি সনাক্ত করা যায়নি। ময়না তদন্তের জন্য লাশ মর্গে রাখা হয়েছে বলে জানান তিনি।

নিহতের ছোটভাই আঃ মুস্তাকিম জানান, এলাকারই একটি বেকারীতে কাজ করতো তার ভাই বেলাল। সকালে বাসা থেকে কাজের উদ্দেশ্যেই বের হয়। বেকারির গাড়ি নিয়ে মাতুয়াইল মেডিকেলের ওই দিকেই গিয়েছিলো বিভিন্ন দোকানে বেকারী পণ্য দেবার জন্য।

পিবিএ/এইচ এ/এএইচ

আরও পড়ুন...