চুয়াডাঙ্গায় ভুয়া ‘মেডিসিন বিশেষজ্ঞ’কে জরিমানা, ক্লিনিক সিলগালা

পিবিএ, চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় আনোয়ার হোসেন নামে এক ভুয়া ‘মেডিসিন বিশেষজ্ঞ’কে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সেই সাথে এই ভুয়া বিশেষজ্ঞের আস্তানা ‘গ্রিন লাইফ মেডিকেল সেন্টার’-কে সিলগালা এবং এর মালিক মুকুল হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় । জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার সহযোগিতায় শুক্রবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াশীমুল বারী।

ওই ভুয়া ‘মেডিসিন বিশেষজ্ঞ’ আনোয়ার হোসেন রাজশাহী উপশহরের মৃত ইসাহক চৌধুরীর ছেলে।

জানা গেছে, বগুড়া থেকে এমবিবিএস পাস করা আনোয়ার হোসেন দুইমাস ধরে সদর হাসপাতাল এলাকায় গ্রিন লাইফ মেডিকেল সেন্টারে ‘ মেডিসিন বিশেষজ্ঞ’ পরিচয়ে রোগী দেখে আসছিলেন।

অভিযোগের ভিত্তিতে শুক্রবার ইউএনও’র নেতৃত্বে ক্লিনিকটিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি মার্টিন হীরক চৌধুরী, এনএসআই চুয়াডাঙ্গার সহকারী পরিচালক লুৎফুল কবীর ও তপু ভৌমিক আদালতকে সহযোগিতা করেন।

চিকিৎসক আনোয়ার হোসেন আদালতের কাছে অপরাধ স্বীকার করে বলেন, ক্লিনিক মালিকের প্ররোচনায় তিনি ভুয়া ডিগ্রী ব্যবহার করেছিলেন। পরে মুচলেকা দেন।

পিবিএ/এএইচ

আরও পড়ুন...