পিবিএ,নারায়ণগঞ্জ: স্ত্রীকে ইভটিজিংকরার প্রতিবাদ করায় নারায়ণগঞ্জে প্রকাশ্যে শাহীন (৪০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করা হয়েছে বলে খবর পাওয়া গেছে। শুক্রবার বেলা ১১ টার দিকে বন্দর থানার বক্তারকান্দি এলাকায় ঘটনাটি ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, স্ত্রীকে ইভটিজিং করার প্রতিবাদ করায় এর আগে স্থানীয় সন্ত্রাসী আমজাদ ওরফে বল্টু আমজাদের বিরুদ্ধে মামলা করেছিলেন শাহীন। মামলার জের ধরে শুক্রবার বল্টু আমজাদ শাহীনের সামনে তার স্ত্রীকে আপত্তিকর মন্তব্য ও গালিগালাজ শুরু করে। এর প্রতিবাদ করে শাহীন।
এ সময় আমজাদ তার ছেলে আপন, হৃদয় ও ভাতিজা আকাশকে ফোন করে অস্ত্র নিয়ে আসতে বলে। তারা ঘটনাস্থলে পৌঁছেই শাহীনের উপর হামলা করে তাকে এলোপাতাড়ি পিটিয়ে ও কুপিয়ে আহত করে। এ সময় শাহীন দৌড়ে একটি মুদি দোকানে ঢুকলে সেখানে গিয়েও হামলা চালায় তারা। আহত শাহিনের চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ ৩শ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালে গুরুতর আহত শাহীন দেশ রূপান্তরকে জানান, বন্দর থানার তালিকাভুক্ত সন্ত্রাসী বল্টু আমজাদ বেশ কিছুদিন ধরে আমার স্ত্রীকে উত্ত্যক্ত করে আসছে। এর আগে অনৈতিক প্রস্তাবে আমার স্ত্রী রাজি না হওয়ায় তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছে আমজাদ। এ ব্যাপারে থানায় মামলা করি। শুক্রবার আমার স্ত্রীকে পুনরায় আপত্তিকর মন্তব্য করলে আমি প্রতিবাদ করি। এ সময় আমজাদ ফোন করে ধারালো অস্ত্রশস্ত্রসহ সহযোগীদের ডেকে এনে জনসম্মুখে আমাকে কুপিয়ে আহত করে।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম পিবিএকে বলেন, শাহিনকে মারধর ঘটনায় ৫ জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
পিবিএ/ডিআর/হক