পিবিএ,পটুয়াখালী: পটুয়াখালীর বাউফলের নওমালা ইউনিয়নের স্থানীয় ছাত্রলীগ নেতাকে মাত্র ১০০ টাকা নিয়ে বিরোধের জের ধরে হত্যার ঘটনায় সাইফুল ইসলাম (২১) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
নিহত শুভংকর হালদার নওমালা ইউনিয়নের ১নং ওয়ার্ড সভাপতি এবং সত্য হাওলাদারের ছেলে। সাইফুল ঢাকায় রং মিস্ত্রির কাজ করে এবং শুভংকরের বাল্যবন্ধু।
শুক্রবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জানানো হয়, বৃহস্পতিবার রাতে উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের মিল ঘর এলাকা থেকে সাইফুলকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাইফুল জানায়, গত শনিবার (২২ জুন) শুভংকর হাওলাদার ও তার লোকজন ১০০ টাকা নিয়ে বিরোধের জেরে সাইফুলকে মারধর করে। এর প্রেক্ষিতে শুক্রবার দুপুরে সাইফুল তার পিতার মোবাইল দিয়ে ফোন করে শুভংকরকে দেখা করতে বলে। সন্ধ্যায় তারা ছোলাবুনিয়া বাজারে একত্রিত হয়। পরে বিভিন্ন জায়গা ঘুরে গাঁজা সেবনের কথা বলে গোলাবাড়ি খালের পাশে শুভংকরকে নিয়ে যায় সাইফুল। এ সময় শুভংকর প্রকৃতির ডাকে সাড়া দিতে গেলে আসামি সাইফুল তাকে পেছন থেকে পিঠে লাথি মারে এবং শুভংকর উপুড় হয়ে পড়ে গেলে সাইফুল তার পিঠের ওপর উঠে বসে সঙ্গে থাকা রুমাল দিয়ে শুভংকরের গলায় ফাঁস দেয়। এতে শুভংকর মারা যায়। পরে সাইফুল তার কোমরের বেল্ট শুভংকরের গলায় বেঁধে টেনে নিয়ে পাশের খালের পানিতে লাশ ফেলে দেয়।
শুভংকরের বাইসাইকেল ও মোবাইল গলাচিপা থানার লামনা গ্রামে সাইফুলের খালু রহিম মোল্লার বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে।
উল্লেখ্য গত ২৬ জুন সকালে বাউফলের নওমালা গোলাবাড়ি খাল থেকে পুলিশ শুভংকরের ভাসমান লাশ উদ্ধার করে। এই ঘটনায় ওই দিনই সত্য হাওলাদার একটি হত্যা মামলা দায়ের করেন।
পিবিএ/হক