পিবিএ ডেস্ক: মাত্র পনেরো বছরে উইম্বলডনে খেলতে নেমে ইতিহাস গড়লেন মার্কিন টেনিস খেলোয়াড় করি গউফ। বৃহস্পতিবার কোর্টে নেমে এই ইতিহাস গড়লেন তিনি।
এই পঞ্চদশী উইম্বলডনের সর্বকনিষ্ঠ খেলোয়াড়। বৃহস্পতিবার কোর্টে নেমে এই ইতিহাস গড়লেন তিনি। বিশ্বের ৩০১ নম্বর খেলোয়াড় করি এদিন উনিশ নম্বর বাছাই বেলজিয়ামের গ্রিট মিনেনকে ৬-১, ৬-১ ফলাফলে উড়িয়ে দিলেন। জেতার পরে করির মন্তব্য, ‘‘আমি যা মনে করি, তাই করে ফেলতে পারি।” ‘ওয়াইল্ড কার্ড এন্ট্রি’ হিসেবে এই প্রতিযোগিতায় নেমেছেন তিনি। এত কম বয়সে প্রধান ড্রয়ে সুযোগ পেয়ে নজির গড়লেন করি।
এদিকে লেসলি কারকভ ওয়াইল্ড কার্ড স্যাবিনে লিসিকিকে উড়িয়ে দিয়েছেন। ২০১৩ সালের রানার আপ এই জার্মান খেলোয়াড় নভেম্বরের পরে এই প্রথম পরপর জিতে তৃতীয় রাউন্ডে চলে গেলেন।
শুরুতে ০-৬ হেরে যান তিনি। মাত্র ২২ মিনিটেই শেষ হয়ে যায় সেটটি। এরপর ৬-৪, ৬-৪ ব্যবধানে পরের দু’টি সেট জিতে প্রথমবারের জন্য মেন ড্রয়ে খেলার যোগ্যতা পেলেন তিনি।
ইতিহাস গড়লেন বেলজিয়ামের রুবেন বেমেলম্যানসও। ৩১ বছরের এই খেলোয়াড় উইম্বলডনে এই নিয়ে ষষ্ঠ বার খেলার যোগ্যরা অর্জন করলেন। যা খেলার আধুনিক যুগে রেকর্ড। তিনি জিতলেন ৬-৪, ৬-৪, ৬-১ ফলাফলে। হারালেন মার্কিন খেলোয়াড় ডোনাল্ড ইয়ংকে।
এদিকে অস্ট্রেলিয়ান খেলোয়াড় উনিশ বছরের অ্যালেক্সি পপিরিন হারালেন আমেরিকান বিজর্ন ফ্র্যাটানজেলোকে। শীর্ষ বাছাই ফ্রান্সের ২০ বছরের কোরেন্টিন মউটেট ৬-২, ৬-৪, ৬-৪ ফলাফলে জিতে প্রধান ড্রয়ে কেলার সুযোগ পেলেন প্রথমবারের জন্য।
আন্দ্রেয়া আর্নাবল্ডি ও সালভাতোর কারুসো সুযোগ পাওয়ার ফলে ইতালি থেকে মোট ন’জন প্রধান ড্রয়ে সুযোগ পেলেন।
পিবিএ/এএইচ