কী কথা তাহার সাথে?

পিবিএ ডেস্ক: আর মাত্র তিন দিন, তারপরই বাংলাদেশ-ভারত মহারণ। ২ জুলাই বার্মিংহামের ঐতিহ্যবাহী এজবাস্টনে মুখোমুখি হবে মাশরাফিবাহিনী আর কোহলির দল। এদিকে মাঠে প্রতিপক্ষ হিসেবে সাক্ষাতের বেশ কদিন আগেই টাইগারদের সাথে দেখা হয়ে যাচ্ছে ভারতীয়দের। বার্মিংহামে বাংলাদেশ দল যে হোটেলে আছে, ঠিক সেই পাঁচ তারকা হায়াত রিজেন্সি হোটেলেই উঠেছে টিম ইন্ডিয়া।

আজ স্থানীয় সময় দুপুরে দেখা হয় দুই সুপারস্টার মাশরাফি বিন মর্তুজা আর মহেন্দ্র সিং ধোনির। কুশলাদি জানতে চাইলেন একজন আরেকজনের। ভারতের সাবেক ক্যাপ্টেন ধোনি আর বাংলাদেশের অধিনায়ক মাশরাফির টিম হোটেলে সাক্ষাতের সে মুহূর্তটি ক্যামেরাবন্দী করেছেন বিসিবির ফটো জার্নালিস্ট রতন গোমেজ।

তবে, মহেন্দ্র সিং ধোনি মাশরাফিকে কী কথা বলতে এসেছিলেন; নাকি নিছকই সৌজন্য সাক্ষাৎ করতে এসেছিলেন তা জানা যায়নি।

পিবিএ/এএইচ

আরও পড়ুন...