যেভাবে স্মার্টফোনের যেসব বিষয় নিরাপদ রাখবেন

পিবিএ ডেস্ক: আপনার পছন্দের স্মার্টফোনটিকে নিরাপদ রাখতে এবং নিজে ঝামেলামুক্ত থাকতে নিচের ৭টি বিষয় অবশ্যই স্মরণ রাখবেন

১. বেশিরভাগ লেটেস্ট স্মার্টফোনগুলো (গ্লোবাল ব্র্যান্ডগুলো) ইউনি-বডি ডিজাইন। অর্থাৎ, ফোনগুলো ব্যাক কভার নন-রিমুভ্যাবল। সিম ইনসার্ট করাতে এগুলোতে বাইর থেকে সিম প্রবেশ করানো ব্যবস্থা রয়েছে, এজন্য ব্যাক কভার খোলার প্রয়োজন নেই।

২. ডিভাইসটিকে বল প্রয়োগ করে কিছু করা ঠিক হবে না যেমন ব্যাক প্যানেল, সিম ট্রে ইত্যাদির ক্ষেত্রে যথাযথভাবে নির্দেশিকাগুলো দেখে নিতে হবে।

৩. কোনো অবস্থাতেই স্মার্টফোনটির ব্যাটারি খোলা বা অবস্থার পরিবর্তন করার চেষ্টা করা ঠিক হবে না।

৪. সর্বাবস্থায় ব্যান্ডের অনুমোদিত চার্জার ও কেবল ব্যবহার করতে হবে। পরিবর্তনের ক্ষেত্রে, সবসময় আসল অ্যাক্সেসরিজ নিতে হবে। নকল বা কম মানসম্পন্ন অ্যাক্সেসরিজ ব্যবহারে ডিভাইসের ক্ষতি হতে পারে।

৫. ফোনটি ফিজিক্যালি ক্ষতিগ্রস্থ হলে নিজে নিজে ঠিক না করে সবচেয়ে সেরামানের সেবাটি পেতে নিকটস্থ সার্ভিস সেন্টারে নিতে হবে।

৬. ফোনটি পানি দ্বারা ক্ষতিগ্রস্থ হলে চালু বা বন্ধ বা ব্যবহার না করে সাথে সাথে সেটিকে নিকটস্থ সার্ভিস সেন্টারে নিতে হবে।

৭. কোনো অবস্থাতেই নিজে নিজেই স্মার্টফোন মেরামত করা ঠিক নয়, অন্যাথায় আরও ক্ষতিগ্রস্থ হতে পারে। আসল যন্ত্রাংশ এবং মানসিক প্রশান্তির জন্য সব সময় অনুমোদিত সার্ভিস সেন্টার ভিজিট করুন।

পিবিএ/বিএইচ

আরও পড়ুন...