ফরিদপুরে দেশীয় অস্ত্র নির্মাতা কর্মকার আটক

পিবিএ,বোয়ালমারী,ফরিদপুর: ফরিদপুরের বোয়ালমারী পৌর সদরের বঙ্গবন্ধু সড়কের আনোয়ারা মডেল একাডেমীর পাশ থেকে শুক্রবার দিবাগত রাতে দেশীয় অস্ত্র তৈরি করার সময় মিটুল বিশ্বাস (৪২) নামে এক কর্মকারকে আটক করেছে বোয়ালমারী থানা পুলিশ।

এ ঘটনায় বোয়ালমারী থানার উপ-পুলিশ পরিদর্শক দীপকংর সান্যাল বাদি হয়ে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় একটি সাধারণ ডায়েরি করে তাকে শনিবার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেছে। মিটুল বিশ্বাস পাশ্ববর্তি আলফাডাঙ্গা উপজেলার পন্ডিতবানা গ্রামের সুবোধ বিশ্বাসের ছেলে।
উপ-পুলিশ পরিদর্শক দীপকংর সান্যাল পিবিএকে জানান, গোপন সংবাদের ভীত্তিতে মিটুলের দোকানে অভিযান চালিয়ে লোহার তৈরি ৪ টি কাতরা, বাট সংযুক্ত একটি চাপাতি উদ্ধার করা হয়। কে বা কারা এই অস্ত্র তৈরি করতে দিছে সে বিষয়ে কর্মকার মিটুল বিশ্বাস মুখ খুলছে না। তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

পিবিএ/এমআর/হক

আরও পড়ুন...