দেশবাসীর সহযোগিতা চেয়েছেন শেখ হাসিনা

পিবিএ,ঢাকা: বাংলাদেশ কে সামনে এগিয়ে নিতে এবং সুন্দর দেশ গড়তে দেশবাসীর সহযোগিতা চেয়েছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, সুন্দর দেশ গড়তে সবারই সহযোগিতা কামনা করি, দেশটাকে যেন আমরা একটা অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ হিসেবে সুন্দরভাবে গড়তে পারি। এখানে কোনো যুদ্ধাপরাধী, সন্ত্রাসী, জঙ্গিবাদী, মাদক কারবারী বা দুর্নীতিবাজ, এদের কোনো স্থান হবে না।

টানা তৃতীয় মেয়াদে সরকার গড়ার সুযোগ পাওয়ায় বৃহস্প্রতিবার গণভবনে মন্ত্রিপরিষদের সদস্য, রাজনৈতিক নেতা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শিল্পী, কবি-সাহিত্যিক, গায়ক-গায়িকা, চিকিৎসক, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান ।

এ সময় তিনি বলেন, বাংলাদেশকে একটা উন্নত সমৃদ্ধ সোনার দেশ হিসেবে গড়ে তুলে জাতির পিতার স্বপ্ন ইনশাআল্লাহ আমরা পূরণ করতে পারব। আমি মনে করি, সবার সমর্থন পেয়েছিলাম বলেই আজকে আমরা জয় লাভ করে দেশকে মহান মুক্তিযুদ্ধের চেতনায় এগিয়ে নিয়ে যেতে পারব। যে কাজগুলো করেছি এবং অনেকগুলো কাজ এখনো অসমাপ্ত রয়ে গেছে, সেগুলো সম্পন্ন করা, দেশকে আরো উন্নত সমৃদ্ধশালী করা, যে দেশের স্বপ্ন আমাদের মহান নেতা জাতির পিতা দেখেছিলেন- বাংলাদেশ হবে একটা উন্নত সমৃদ্ধ দেশ।

শুভেচ্ছা জানাতে আসা সবাইকে ধন্যবাদ জানিয়ে শেখ হাসিনা বলেন, আপনাদের এই সমর্থনের জন্য আন্তরিক ধন্যবাদ জানাই।

পিবিএ/ইএইচকে

আরও পড়ুন...