পিবিএ ডেস্ক: আফগানিস্তানে তালেবান জঙ্গিদের হামলায় অন্তত ২৬ জন সরকার সমর্থক মিলিশিয়া নিহত হয়েছেন। শনিবার দিনের প্রথম কয়েক ঘণ্টায় বাঘলান প্রদেশের নাহরিন জেলার এক নিরাপত্তা চৌকিতে হামলা চালিয়ে জঙ্গিরা তাদের হত্যা করে বলে জানান আফগান কর্মকর্তারা। খবর রয়টার্সের। বাঘলান পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন, হামলায় ২৬ জন মিলিশিয়া নিহত হয়েছে। এদিকে তালেবানের কর্মকর্তারা এ হামলার দায় স্বীকার করেছেন। এ হামলায় তাদের যোদ্ধারা ২৮ জন মিলিশিয়াকে হত্যা ও ১২ জনকে জখম করেছে বলে দাবি করেছে তারা।
আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা কাবুল থেকে জানিয়েছেন, মার্কিন মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনায় বসার আগে এ হামলা চালিয়ে তালেবান পরিষ্কার ইঙ্গিত দিল যে তারা শক্তিশালী অবস্থান থেকেই আলোচনায় অংশ নিতে চায়।
পিবিএ/বাখ