সাতক্ষীরার আহত শাহিন ঢাকা মেডিকেলে ভর্তি

পিবিএ, ঢাকা: সাতক্ষীরার পাটকেলঘাটা ছিনতাইকারীর ধারালো অস্ত্রের আঘাতে আহত ভ্যানচালক শাহিন মোড়লকে (১৫) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার রাত ১০টার দিকে তাকে এ্যাম্বুলেন্স যোগে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। বর্তমানে তাকে নিউরোসার্জারি বিভাগে ভর্তি রাখা হয়েছে।


ঢামেক হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের দায়িত্বে চিকিৎসক সজীব চন্দ্র সরকার পিবিএকে জানান, শাহিনের মাথায় ধারালো কিছুর আঘাত রয়েছে। যেটি তার মাথার হাড় ভেঙ্গে ব্রেইনে ঢুকে গেছে। এবং আঘাতের স্থল থেকে অনেক রক্তপাত হয়েছে। তার মাথায় অস্ত্রোপচার লাগবে। তাকে ভর্তি রাখা হয়েছে।
যশোর কেশবপুর উপজেলার মঙ্গলকোট গ্রামের ভ্যান চালক হায়দার আলী মোড়লের ছেলে শাহিন মোড়ল। তার মায়ের নাম খাদিজা বেগম। এক ভাই দুই বোনের মধ্যে সে সবার বড়। এলাকারই গোলাঘাট আলিয়া মাদ্রাসায় সপ্তম শ্রেণীতে লেখাপড়া করে সে।
আহত শাহিনের মা খাদিজা বেগম জানান, শুক্রবার ভোর আনুমানিক ৬টার দিকে শাহিনের মোবাইলে ফোন আসে। এবং তাকে কেউ একজন ভ্যান নিয়ে যেতে বলে। এরপর ৭ টার দিকে সে ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়। পরে বেলা ১২ টার দিকে জানতে পারি তাকে কারা সাতক্ষীরার পাটকেলঘাটা এলাকায় কুপিয়ে আহত করে ফেলে গেছে।
আহত শাহিনের চাচা মনসুর রহমান জানান, আহত অবস্থায় শাহিনকে প্রথমে খুলনা হাসপাতাল নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেলে পাঠিয়েছে। ছিনতাইকারীরা তার মাথায় আঘাত করে তার ব্যাটারি চালিত ভ্যান এবং তার সঙ্গে থাকা একটি মোবাইল ছিনিয়ে নিয়েছে।

পিবিএ/এইচএ/হক

আরও পড়ুন...