লক্ষ্মীপুরে ভাইয়ের পরকীয়ার ভাই আটক

পিবিএ ডেস্ক: লক্ষ্মীপুরের কমলনগরে ছোট ভাইয়ের পরকীয়ার কারণে বড় ভাই জয়নাল হোসেনকে (৩২) পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। রবিবার (৩০ জুন) ভোররাতে উপজেলার চর কাদিরা ইউনিয়নের চর বসু এলাকায় ঘটনাটি ঘটে। এ ঘটনায় অভিযুক্ত মো. নবীকে আটক করেছে পুলিশ।

নিহত জয়নাল হোসেন কমলনগর উপজেলার চর বসু গ্রামের বসির আহমেদের ছেলে। অভিযুক্ত মো. নবী একই এলাকার ওলি উল্যাহ’র ছেলে।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন থেকেই জয়নালের ছোট ভাই গনি পাশ্ববর্তী মো. নবীর স্ত্রীর সাথে পরকীয়ার সম্পর্ক চলে আসছে। সে সুবাদে গনি নির্জন ভোররাতে নবীর ঘরে প্রবেশ করেন। বিষয়টি নবী টের পেলে ডাকাত বলে চিৎকার করেন। এতে তাৎক্ষণিক ঘটনাস্থল থেকে পালিয়ে যায় সে। পরে গনির ভাই জয়নাল ছুটে আসলে, নবীর সাথে তার কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। এক পর্যায়ে জয়নালের মাথায় আঘাত করেন নবী। এতে প্রচুর রক্তক্ষরণ হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে অভিযুক্ত নবীকে আটক করা হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

পিবিএ/বিএইচ

আরও পড়ুন...