পিবিএ,ডেস্ক: পৃথিবীর কাছে থাকা একটি গ্রহাণুর উপর নজর রয়েছে নাসা বিজ্ঞানীদের। ‘সাইকি ১৬’ নামে এই গ্রহাণুটির বর্তমান অবস্থান মঙ্গল এবং বৃহস্পতি গ্রহের কক্ষপথের মাঝখানে। গবেষণায় জানা গেছে, এই গ্রহাণু তৈরি হয়েছে সোনা, প্ল্যাটিনাম, লোহা এবং নিকেল দিয়ে। চমকের এখানেই শেষ নয়। এই সব ধাতুর সম্মিলিত মূল্য ১০ হাজারা কোয়াড্রিলিয়ন মার্কিন ডলার। আরও সহজ করে বলতে হলে, এই গ্রহাণুতে এত পরিমাণে সোনা রয়েছে যে পৃথিবীর প্রত্যেক ব্যক্তি কোটিপতি হয়ে যেতে পারেন। একই সঙ্গে রয়েছে চিন্তার কারণও। যদি ধরে নেওয়া যায় এই গ্রহাণুটিকে পৃথিবীতে নামিয়ে আনা গেল। সেক্ষেত্রে ধস নামবে ৭৫.৫ ট্রিলিয়ন মার্কিন ডলার মূল্যের বিশ্ব অর্থনীতিতে। তবে এই মুহূর্তে গ্রহাণুটি পৃথিবীতে নিয়ে আসার কোনও পরিকল্পনা নেই নাসা’র। শুধুমাত্র গবেষণার জন্যেই পাঠানো হবে ‘সাইকি ১৬’-কে।
পিবিএ/বাখ