আমাকে ট্রোল না করে গাছ লাগান: সানাই

পিবিএ,ঢাকা: চিত্র নায়িকা ও মডেল সানাই তার সমালোচকদের উদ্দেশে বলেছেন, আমাকে নিয়ে সময় নষ্ট না করে, ট্রোল না করে গাছ লাগান।

তার অভিযোগ, তাকে নিয়ে অনেক অনলাইনে অসত্য কথা লেখা হয়েছে, যা ঠিক নয়। তিনি বলেন, আমি আশা করবো পিবিএ সব সময় সত্যটাই লিখবে। সাংবাদিকতা একটি অত্যন্ত পবিত্র পেশা। সত্য সব সময়ই সুন্দর।

ভার্চ্যুয়াল জগতে আলোচিত নাম সানাই মাহবুব। কাজ করেছেন চলচ্চিত্রেও। গানের ভিডিওতে তাঁর উপস্থিতি দেখা গেছে। তবে ইউটিউব ও ফেসবুকে তিনি কিছু ভিডিও প্রকাশ করেছেন, যেগুলো নিয়ে খুব সমালোচনা হচ্ছে। অনেকেই বলছেন, আলোচিত হওয়ার জন্য তিনি এসব করেন। যৌনতা নিয়ে তিনি খোলামেলা কথা বলতে পছন্দ করেন। অনেকেই বলছেন, সস্তা জনপ্রিয়তা পাওয়ার জন্য তিনি এসব করেন। কিছুদিন আগে সাইবার নিরাপত্তা ও অপরাধ দমন বিভাগে ডেকে নিয়ে যাওয়া হয় তাঁকে। সেখানে মুচলেকা দিয়ে ছাড়া পেয়েছেন তিনি। এ সম্পর্কে একটি দৈনিকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, আমি কিছু ভিডিও বানিয়েছিলাম, তা সবাই দেখছিল। আসলে তা সবার জন্য না। যাদের বয়স ১৮ বছরের কম, তারা এগুলো দেখতে পারবে না।

তাকে নিয়ে বহু বিতর্ক রয়েছে। এ সম্পর্কে তার বক্তব্য হচ্ছে, শোবিজের মানুষকে নিয়ে আলোচনা-সমালোচনা হবে, এটাই তো স্বাভাবিক। আমাকে নিয়ে যদি আলোচনাই না হয়, তাহলে ব্যাংক, শিক্ষকতা কিংবা চিকিৎসা পেশায় থাকতাম।

পিবিএ/এএইচ

আরও পড়ুন...