হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের অবহেলায় রোগী মৃত্যু

খোরশেদ আলম শিমুল, হাটহাজারী: চট্টগ্রামের হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের অবহেলায় মো. শাহাজাহান (৪৮) নামে এক রোগীর মৃত্যু হয়েছে। বরিবার (৩০ জুন) বেলা সাড়ে ১২টার দিকে উক্ত স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তৃপক্ষ হাসপাতালে কর্মরতদের সমন্বয়ে ৪ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করে। তবে ওই কমিটির তদন্ত কার্যক্রম নিয়ে সন্ধিহান মারা যাওয়া রোগির স্বজনরা।

 

নিহতের স্বজন ও প্রতক্ষ্যদর্শী সূত্রে জানা গেছে, শনিবার (২৯ জুন) দুপুরে পেটে ব্যাথা অনুভব করলে পৌরসভার আর্দশ গ্রামের মো. আক্কাস মোল্লার পুত্র মো. শাহাজাহানের স্বজনরা তাকে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক তাকে স্বাস্থ্য কমপ্লেক্সের পুরুষ ওয়ার্ডে ভর্তি করান। তবে রাতে শাহাজানের অবস্থার অবনতি হলে তার স্বজনরা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসকের সরণাপন্ন হয়। এতে কোন ফল না পেয়ে পরে তারা নিরুপায় হয়ে নার্সদের (সেবিকা) কাছে গিয়েও কোন সুরাহা পাননি। ফলে ভর্তির প্রায় ২৪ ঘন্টা পর রবিবার দুপুর ১২টার দিকে শাহাজান মারা যায়।
স্বজনদের অভিযোগ, চিকিৎসকের অবহেলার কারণে তার মৃত্যু হয়েছে। হাসপাতালে ভর্তি করানোর পর কর্তব্যরত চিকিৎসক ও সংশিষ্টদের অবহেলার কারণে সঠিক সময়ে চিকিৎসা দিতে না পারায় তার মৃত্যু হয়। তারা আরও বলেন, চিকিৎসকদের অবহেলার কারণে শনিবার রাতে শাহাজাহানের শারীরিক অবস্থার চরম অবনতি হলে আমরা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক সরণাপন্ন হই। এ সময় তাকে (চিকিৎসক) আমাদের রোগিকে দেখার জন্য বারবার অনুরোধ জানানোর পর তিনি টেলিভিশন (টিভি) দেখায় নিয়ে ব্যস্ত বলে জানান। এতে কোন ফল না পেয়ে পরে আমরা নিরুপায় হয়ে নার্সদের (সেবিকা) কাছে গেলে তারাও হুমকি-ধমকি দিয়ে বলেন যে, আমরা রোগি দেখব। তোমাদের এত বেশি মাথা ঘামানোর প্রয়োজন নাই।
এ ব্যাপারে উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা ডা: আবু সৈয়দ মো. ইমতিয়াজ পিবিএকে জানান, এ ঘটনায় চিকিৎসক ও নার্সদের দায়িত্বে কোন অবহেলা ছিল কিনা তা জানতে হাসপাতালে কর্মরতদের সমন্বয়ে ৪ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়। ওই কমিটি আগামী ৪ কর্মদিবসের পর এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে তারা তাদের রির্পোট পেশ করবে।

পিবিএ/হক

আরও পড়ুন...