পিবিএ,ঢাকা: ডিজিটাল যুগে সবাই ভিষণ অস্থির। হাতে স্মার্টফোন, কানে হেডফোন, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইউটিউব-এসব নিয়ে সারাক্ষণ ব্যস্ত তরুণ সমাজ। এই ব্যস্ততা আর অস্থিরতার মাঝে বইপড়া বা চিন্তা-ভাবনার সুযোগ কোথায়? এক সময় বই পড়াটাও ছিল একটা বিনোদন বা মানসিক প্রশান্তি লাভের একটা মাধ্যম। কিন্তু এখন বই পড়ার অভ্যাস প্রায় উঠে যাচ্ছে বলা যায়।
বইপড়া বিষয়ে জানতে চাইলে এই ভার্চুয়াল জগতের আলোচিত নাম সানাই জানালেন, তিনি বই পড়তে খুব ভালোবাসেন। তবে পাঠপুস্তক বা গতবাঁধা পড়াশোনার বাইরে স্বাধীনভাবে বই পড়তেই তিনি বেশি স্বাচ্ছন্দ বোধ করেন। তার পছন্দের লেখকদের মধ্যে রয়েছেন ভারতের সুনিল বন্দ্যোপাধ্যায়, হুমায়ূন আহমেদ, মুহাম্মদ জাফর ইকবাল, তসলিমা নাসরিন প্রমূখ। তবে তসলিমা নাসরিনের আমার মেয়েবেলা এবং জাফর ইকবাল স্যারের সাইন্স ফিকশন তার খুব ভাল লেগেছে বলে উল্লেখ করেন সানাই।
এছাড়া অনুপ্রেরণামূলক এবং মেডিটিশন সংক্রান্ত বই পড়তেও তিনি খুব পছন্দ করেন বলে জানিয়েছেন সানাই। তিনি জানান, নিজের শক্তি ও সক্ষমতা কীভাবে বাড়ানো যায় তা জানতেই তিনি এই মেডিটেশন সংক্রান্ত বই পড়তে পছন্দ করেন।
পিবিএ/এএইচ