বাবা-মা আমার জন্য খুব টেনশন করে: সানাই

পিবিএ, ঢাকা: আমি স্ট্যাম্ফোর্ট ইউনিভার্সিটিতে বিবিএ পড়ছি। স্কুল-কলেজের নাম বলবো না। ইংলিশ মিডিয়াম না, ছোটকাল থেকেই আমি ইংলিশ ভার্সনে পড়াশোনা করেছি। আমার রেজাল্ট বরাবরই খারাপ ছিলো। কারণ, পাঠ্যপুস্তকের চেয়ে আউট বই, আর কালচারাল প্রোগ্রামের প্রতি আমার ঝোঁকটা বরাবরই বেশি ছিল। ক্লাসের চেয়ে এখন কোন নাচের অনুষ্ঠান বা কোন্ গানের অনুষ্ঠান রয়েছে সেদিকেই আমার খেয়াল বেশি থাকতো। আমার বাবা খুব লিবারেল। এবং আমার মধ্যে যে লিবার্টি বোধটা রয়েছে, সেটা আমার ফ্যামিলি থেকেই এসেছে।

আমার ফ্যামিলি খুব লিবারেল। পাশাপাশি আমার ফ্যামিলি আবার ভীষণ কনজারভেটিভও। বিশেষ করে আমার মা। আমার মা খুবই কনজারভেটিভ, আবার আমার বাবা ভীষণ লিবারেল। দুজনের একটা সংমিশ্রন তো আমার মধ্যে অবশ্যই আছে।

আমি আমার মা-বাবাকে ভীষণ শ্রদ্ধা করি। আল্লাহ বলেছেন, তুমি যদি আমাকে দেখতে চাও তাহলে তুমি তোমার মায়ের মুখের দিকে তাকাও। তো, ভীষণ শ্রদ্ধা করি আমি আমার মাকে, ভীষণ।

একটা কথা আছে না, একটা বারো বছরের মেয়ে মনে করে- মা আমার সাথে এমন করছে কেন, আমি তো সব জানি। ঐ মেয়েটারই যখন পঁচিশ বছর বয়স হয় তখন সে বলে, আমি কিছু জানি না, মা’ই সব জানে। মা জিনিসটাই আসলে এমন। মায়ের ফিলিংস আসলে বলে বুঝানোর মত কিছু নেই। মা তো মা’ই। মায়ের সাথে কারোই তুলনা হয় না।

বাবা-মা সম্পর্কে একটা কথা বলতে চাই, আমি যখন বাইরে যাই, তখন বাবা-মা খুব টেনশন করে, ফোন করে। এজন্য না যে আমি কী করছি না করছি। টেনশন করে, মানুষ আমার কোন ক্ষতি করে ফেলে কিনা, মানুষ আমাকে কোন ট্রাফে ফেলার চেষ্টা করে কিনা, এসব নিয়ে তারা খুব টেনশন করে।

পিবিএ/এএইচ

আরও পড়ুন...