নতুন বিশ্বরেকর্ডের সামনে দাঁড়িয়ে সাকিব

পিবিএ ডেস্কঃ চলতি বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে আছেন বাংলাদেশ দলের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। একের পর এক রেকর্ড গড়েই যাচ্ছেন তিনি। এবার বিশ্বরেকর্ডের সামনে দাঁড়িয়ে আছেন তিনি। আর এই রেকর্ড গড়তে পারলে তিনি নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যাবেন।

বিশ্বকাপের প্রথম অলরাউন্ডার হিসেবে ১০০০ রান ও ৩০ উইকেট শিকার মাইলফলক কিছুদিন আগেই স্পর্শ করেছেন সাকিব। এখন আর মাত্র ১৫০ রান করতে পারলেই বিশ্বকাপের সেরা অলরাউন্ডারদের তালিকায় শীর্ষে উঠে যাবেন সাকিব।

বিশ্বকাপের সেরা অলরাউন্ডারদের উইকেট শিকারের দিক দিয়ে পেছনে ফেলেছেন সাকিব। এখন পর্যন্ত সাকিবের উইকেট সংখ্যা ৩৩টি। যা কিনা অন্য কোনো অলরাউন্ডারের নেই। তবে ব্যাট হাতে সাকিবের রান ২৭ ম্যাচে ১০১৬।

এই তালিকায় সবার উপরে আছেন শ্রীলঙ্কার সনাৎ জয়াসুরিয়া। ৩৮ ম্যাচ খেলে ১১৬৫ রানের পাশাপাশি ২৭ উইকেট শিকার করেছেন তিনি। এই তালিকায় সাকিবের ওপরে আছেন আরো ৫ জন। জয়সুরিয়া সাকিবের চেয়ে ১৪৯ রান এগিয়ে আছেন। ১৫০ রান করতে পারলেই সবাইকে ছাড়িয়ে যাবেন সাকিব।

পিবিএ/এমএস

আরও পড়ুন...