১৬ বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ

bsf-pba

পিবিএ ডেস্ক: বাংলাদেশের ১৬ নাগরিককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। অনুপ্রবেশের অভিযোগে তাদের আটক করা হয়। আটক বাংলাদেশিদের মধ্যে তিন নারী ও তিন শিশুও রয়েছে বলে জানা গেছে।

জানা গেছে, গাইঘাটা থানার অন্তর্গত বাংলাদেশ সীমান্ত এলাকা থেকে ওই বাংলাদেশিদের আটক করা হয়। আটক বাংলাদেশিদের আপাতত গাইঘাটা থানায় রাখা হয়েছে। এদিকে গতকাল বিএসএফ-এর পক্ষে জানানো হয়েছে, বেআইনিভাবে সীমান্ত পার হওয়ার অভিযোগে ১০ পুরুষ, ৩ নারী এবং ৩ শিশুকে আটক করা হয়েছে। গত ২৪ জুন তাদের আটক করা হয়। এরা সকলেই বাংলাদেশি। গতকাল তাদের গাইঘাটা থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

বিএসএফ বলছে, পুলিশ তাদের গ্রেপ্তার করেছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। অন্য এক ঘটনায় গতকাল অনুপ্রবেশের অভিযোগে এক বাংলাদেশি যুবককে গ্রেপ্তার করেছে বনগাঁ থানার পুলিশ।

সূত্র : ইটিভি ভারত

আরও পড়ুন...