সাতক্ষীরার আহত শাহীনকে দেখতে ঢামেকে স্বাস্থ্যমন্ত্রী

স্কুলছাত্র ও ভ্যানচালক শাহীনের খোঁজ-খবর নেয়ার পর সাংবাদিকদের ব্রিফ করছেন স্বাস্থ্যমন্ত্রী মোঃ জাহিদ মালেক স্বপন

পিবিএ, ঢামেক: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি সাতক্ষীরার আহত স্কুলছাত্র ও ভ্যান চালক শাহিনের চিকিৎসার খোঁজখবর নিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোঃ জাহিদ মালেক স্বপন।

সোমবার বিকেল সাড়ে ৪ টার দিকে ঢাকা মেডিকেলের নিবির পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি শাহিনকে দেখেন মন্ত্রী। এসময় সাংবাদিকদের তিনি বলেন, শাহিন মোড়লের শারীরিক অবস্থা কিছুটা উন্নতি হয়েছে। সে একটু একটু কথাও বলতে পারছে।

স্বাস্থ্যমন্ত্রী জানান, তার সফল অস্ত্রোপচার হয়েছে। এরপরে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিলো। এখন তাকে লাইফ সাপোর্ট থেকে সরিয়ে ফেলা হয়েছে। সে একাই নিশ্বাস নিতে পারছে। মা মা বলে ডাকছেও সে।

শাহিনের চিকিৎসার জন্য সরকারের পক্ষ থেকে সব ব্যাবস্থাই করা হচ্ছে। প্রধানমন্ত্রীও বিশেষ নজর রাখছেন তার উপর।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আমরা চাইনা এধরণের সন্ত্রাসী ঘটনা আর ঘটুক। এই ঘটনায় জড়িত সন্ত্রাসীরা কোনো ভাবেই ছাড় পাবেনা। পুলিশ এবং স্বরাষ্ট্রমন্ত্রণালয় তাদের ধরার জন্য সচেষ্ট রয়েছে।

এসময় মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন, ঢামেক হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম নাসির উদ্দিন, ডাঃ সামন্ত লাল সেন সহ মেডিকেল বোর্ডের চিকিৎসকরা।

ঢামেক হাসপাতাল আইসিইউ’র প্রধান অধ্যাপক ডাঃ মোজাফ্ফর হোসেন বলেন, শাহিনের অবস্থা আগের থেকে অনেক উন্নত। তাকে বেলা সাড়ে ১২ টার দিকে লাইফ সাপোর্ট থেকে সরিয়ে নিয়ে শুধু অক্সিজেন দেওয়া হয়। মাথায় আঘাতস্থল থেকে মাথার খুলির কিছু অংশ খুলে রাখা হয়েছে। সে আরো সুস্থ্য হবার পর তা আবার প্রতিস্থান করা হবে। তবে তার ব্রেইনের আঘাতের জটিলতা ও টিস্যু ড্যামেজ এর বিসষয়ে পরবর্তিতে বলা যাবে। তবে সব মিলিয়ে এখন সে কিছুটা উন্নতির দিকে। আমরা আশাবাদী সে পুরোপুরি সুস্থ্য হয়ে উঠবে।

পিবিএ/এইচ আলী/এএইচ

আরও পড়ুন...