ডিআইজি মিজান পুলিশের ইমেজ ধ্বংস করেছেন : আদালত

পিবিএ, ঢাকা: হাইকোর্টের নির্দেশের পর সোমবার (১ জুলাই) বিকালে পুলিশের সাময়িক বরখাস্ত আলোচিত উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মিজানুর রহমানকে গ্রেফতার করে শাহবাগ থানা পুলিশ।

সোমবার আগাম জামিনের জন্য হাইকোর্টে গেলে (ডিআইজি) মিজানুর রহমানের জামিনের আবেদন খারিজ করে গ্রেপ্তারের নির্দেশ দেন আদালত। বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এস এম কুদ্দুস জামানের হাই কোর্ট বেঞ্চে সোমবার শুনানি শেষে এই আদেশ দেন।

শুনানির শুরুতে ডিআইজি মিজানুর রহমানের আইনজীবী অ্যাডভোকেট মমতাজউদ্দিন আহমদ মেহেদী বলেন, ‘মাই লর্ড পুলিশের এ (মিজানুর রহমান) কর্মকর্তা ভেরি অনেস্ট, তিনি জঙ্গি নির্মূলে কাজ করে গেছেন, পুলিশে তাঁর অনেক উজ্জ্বল ভূমিকা রয়েছে। তিনি মিশনেও কাজ করেছেন। তিনি জামিন পেলে পলাতক হবেন না।’

এরপরই আদালত বলেন, ‘আমরা জামিন দিব না।’ আদালত বলেন, ‘তিনি পুলিশের ভাবমূর্তি পুরোপুরি নষ্ট করেছেন। আমরা টিভিতে দেখেছি, (দুদকের একজন পরিচালককে) ঘুষ দেওয়ার ব্যাপারে সে ডেসপারেট বক্তব্য দিয়েছে। পুলিশ বিভাগের ইমেজ ধ্বংস করেছেন। যেটা পুলিশ বিভাগের পক্ষ থেকে কাম্য নয়। সে শুধু নিজের প্রতিষ্ঠানের নয়, আরো একটি প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুন্ন করেছে।’

এরপর আদালত বিকেল ৪টার দিকে আদেশে বলেন, পুলিশের উপমহাপরিদর্শক (সাময়িক বরখাস্ত) মিজানুর রহমানের আগাম জামিন আবেদন নামঞ্জুর করা হলো। একই সঙ্গে এখনই কাস্টডিতে নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। পুলিশের রমনা বিভাগের কর্মকর্তারা তাঁকে এখন হেফাজতে নেবেন। এছাড়া তাঁর ভাগ্নে এসআই মাহমুদুল হাসানকে ৭২ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন আদালত। এরপর জামিনের পূর্ণাঙ্গ আদেশ প্রকাশ হওয়া পর্যন্ত আদালতের ভেতরে তাঁকে অবস্থান করতে বলা হয়। এরপর বিকেল পৌনে ৬টার দিকে রায়ের কপি নিয়ে শাহবাগ থানায় নিয়ে যায় পুলিশ।

ডিএমপির রমনা বিভাগের উপ-কমিশনার মারুফ হোসেন সরদার বলেন, ‘আমরা আদালতের নির্দেশ পালন করছি।’

পিবিএ/এএইচ

আরও পড়ুন...