সাভারে ‘ভুয়া ডিবি পুলিশ’ পরিচয়ে আ.লীগ নেতাসহ আটক-৩

পিবিএ, সাভার: সাভারে রাতের আধাঁরে ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজিকালে সাভার পৌর আওয়ামী লীগের কার্যকরী সদস্য কাজী মোহসীন আলম বাবুসহ তিন জনকে গণধোলাই দিয়ে পুলিশ সোর্পদ করেছে স্থানীয়রা ।

মঙ্গলবার (০২ জুলাই) দুপুরে সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) তাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে ।

আটককৃতরা হলেন, সাভার পৌর এলাকার জালেশ্বর মহল্লার মৃত আব্দুল ওয়াদুদের ছেলে মোহসীন আলম বাবু (৩৯) ,পৌর এলাকার চাপাইন মহল্লার মৃত শফিকুর রহমানের ছেলে মোস্তাফিজুর রহমান বাবু(৩৬) ও পৌর এলাকার ভাটপাড়া মহল্লার মতিন ভূয়ার ছেলে সালেহ আল মামুন(৩৫) ।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার(০১ জুলাই )রাত ১১টার পরে সাভার পৌর এলাকার ব্যাংক টাউন মহল্লার বটতলায় একদল সন্ত্রাসী ডিবি পরিচয়ে একটি ঔষুধের দোকানে চাঁদাবাজি করতে আসে। পরে স্থানীয়রা ভুয়া ডিবি পুলিশ টের পেয়ে আটকের চেষ্টা করে । এসময় ধাওয়া দিলে আওয়ামী লীগের নেতাসহ তিন ব্যক্তিকে আটক করে ও দুই ব্যক্তি পালিয়ে যায়। এরপর স্থানীয়রা গণধোলাই দিয়ে সাভার মডেল থানা পুলিশের হাতে তুলে দেয় ।

ঔষুধের দোকানী আতাউল গণি মুন্না জানান, এক সপ্তাহ পূর্বে ওই মহসীন ও তার দল ২৫ হাজার টাকা চাঁদা দাবি করে নিয়ে যায় । পরে আবার চাঁদাদাবি করলে দিতে অস্বীকৃতি জানালে মহসীন ও তার সঙ্গিরা উত্তোজিত হয় । পরে স্থানীয় এলাকাবাসী এগিয়ে আসলে তাদের আটক করে পুলিশে দেওয়া হয় ।

এ বিষয়ে সাভার মডেল থানার উপপরিদর্শক(এসআই) তাহমুদ জানান, স্থানীয়রা ভুয়া ডিবি পুলিশ পরিচয় চাঁদাবাজিকালে আটক করে পুলিশে খবর দেয় । পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শক করে তিন জনকে আটক করে ।

তবে এঘটনায় সাভার পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র হাজী আব্দুল গণি জানান, দলীও লোক হোক বা যেই হোক আইন তার নিজস্ব গতিতে চলবে । দলের ভাবমূর্তি নষ্ট হলে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি ।

উল্লেখ,২০১৭ সালে ৩ই সেপ্টেম্বর কুরবানি ঈদের দিন চামড়া ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদাইয়ে সময় গোয়েন্দা পুলিশের হাতে আটক হয় আওয়ামীলীগের এই নেতা । উদ্ধার করা হয়েছে চাঁদাবাজির নগদ টাকা, ভুয়া রশিদ ও আটক হয়েছিলেন তার আরো এক সহযোগী ।

পিবিএ/এলএ/জেডআই

আরও পড়ুন...