অনিয়মের অভিযোগে হাটহাজারীতে বেকারি বন্ধ

খোরশেদ আলম শিমুল,হাটহাজারী: হাটহাজারী পৌরসভার আব্বসের পুল এলাকায় নিউ বিবাড়িয়া বেকারিতে পঁচা ডিম, বাসি খামি ও পোড়া তেল দিয়ে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে কেক বানানোর খবর পেয়ে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিন অভিযান পরিচালনা করে বেকারিটি বন্ধ করে দেন।


মঙ্গলবার(২ জুলাই) দুপুর ১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বেকারিটিতে গিয়ে দেখতে পায় পঁচা ডিম যা তিন দিন আগে ভেঙ্গে রাখা হয়েছে, এক সপ্তাহ আগের দুর্গন্ধময় খামির দিয়ে বানানো হচ্ছে কেক। পঁচা দুর্গন্ধযুক্ত ক্রিম দিয়ে বানানো হ”েছ বাটার বন। কালো রঙের পোড়া তেল দিয়ে ভাজা হচ্ছে খাজা। কারখানার পরিবেশ যে কি পরিমান নোঙরা তা নিজের চোখে না দেখলে কেই বিশ্বসই করবে না।


তিনি বলেন, এই কারখানায় উৎপাদিত খাবার মানব স্বাস্থ্যের জন্য মারাত্বক ঝুকিপূর্ণ হওয়ায় বেকারিটি বন্ধ করে দিয়েছি। এবং পৌরসভার ট্রেড লাইসেন্স বাতিল করা হয়। অভিযানের খবর পেয়ে বেকারির মালিক সটকে পড়ে। তবে মালিককে খুঁজে বের করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে জানান।

পিবিএ/হক

আরও পড়ুন...