পিবিএ ডেস্ক : ভারতের দক্ষিনের রাজ্য কেরালায় শবরীমালা মন্দিরে দুই নারীর প্রবেশকে ঘিরে নতুন করে সংঘাত শুরু হয়েছে। বিক্ষোভ ছড়িয়ে পড়েছে সারা রাজ্যে। গতকাল বুধবার বিন্দু আম্মিনি (৪০) এবং কনকা দুর্গা (৩৯) ওই মন্দিরে প্রবেশ করার খবর ছড়িয়ে পরেই বিক্ষোভ ও সংঘর্ষে লিপ্ত হয় দেশটির ওই রাজ্যের ডানপন্থী দলের নেতাকর্মীরা। এই নৈরাজ্যে এখন পর্যন্ত একজনের প্রানহানীর খবর জানিয়েছে বার্তা সংস্থা বিবিসি। বিক্ষোভ ও সংঘর্ষের জেরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে রাজ্যের সকল শিক্ষা প্রতিষ্ঠান। বন্ধ রয়েছে সকাল প্রকার গণপরিবহন। যে কারণে কার্যত অচল হয়ে পড়েছে কেরালার জনজীবন।
উল্লেখ্য, গত ডিসেম্বরে দুই নারী শবরীমালা মন্দিরে ঢোকার চেষ্টাকালে প্রতিরোধের মুখে পড়েন। কট্টর হিন্দু নেতাদের মতে, নারীদের ঋতুস্রাব্রের বিষয়টি মন্দিরের পবিত্রতার সঙ্গে সাংঘর্ষিক। তাই এই পবিত্র স্থানে নারীদের প্রবেশ নিষিদ্ধ করা হয়। কিন্তু এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রগতিশীল হিন্দু সমাজ আদালতের শরনাপন্ন হলে দেশটির সর্বোচ্চ আদালত গত বছরের ডিসেম্বরে ওই মন্দিরে নারীদের প্রবেশের বিরুদ্ধে এতদিনের নিষেধাজ্ঞা তুলে নেয়ার পক্ষে রায় দেন। এরপরই সারা ভারতজুড়ে আন্দোলন শুরু করে বিজেপির সমর্থকরা। হিন্দুবাদী দল বিজেপির মতে, ওই রায়ে হিন্দু ধর্মের মূল্যবোধে আঘাত করা হয়েছে। এএফপি পরিসংখ্যানে তখন পুলিশের সঙ্গে সংঘর্ষে প্রায় ১৫ জন গুরুতর আহত হয়। পুলিশ আটক করে প্রায় শতাধিক বিক্ষোভকারীকে।
পিবিএ/জিজি