কোটালীপাড়ায় দরিদ্র শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ

পিবিএ,গোপালগঞ্জ: গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার ৭১ দরিদ্র শিক্ষার্থীকে নতুন স্কুল ড্রেস বিতরণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম মাহফুজুর রহমান।

মঙ্গলবার সকালে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের শিশু কল্যান ট্রাস্ট কর্তৃক পরিচালিত ছিন্নমূল শিশু কল্যান প্রাথমিক বিদ্যালয়ে উপস্থিত হয়ে ওই স্কুলের ৭১ জন দরিদ্র শিশুর হাতে নতুন স্কুল ড্রেস তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম মাহফুজুর রহমান।

এ সময় পৌর মেয়র হাজী মোঃ কামাল হোসেন শেখ, ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া দাঁড়িয়া, প্রফেসর কার্তিক চন্দ্র বিশ্বাস, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মুন্সি মোঃ সোহেল রানা, ছিন্নমূল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রীতি রাণী ভৌমিক উপস্থিত ছিলেন।

বিদ্যালয়টির প্রধান শিক্ষক প্রীতি রাণী ভৌমিক বলেন, এই বিদ্যালয়টি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের শিশু কল্যান ট্রাস্ট কর্তৃক পরিচালিত। এখানের অধিকাংশ শিক্ষার্থীই দরিদ্র। কোমলমতি এসব শিক্ষার্থীদের স্কুল ড্রেস বানিয়ে দেবার ঘোষনা দিয়ে ছিলেন। সে অনুযায়ী তিনি শিক্ষার্থীদের মাঝে নতুন ড্রেস বিতরণ করলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মাহফুজুর রহমান বলেন, নতুন ড্রেস দেয়ার পাশপশি শীঘ্রই বিদ্যালয়টির সমস্যাগুলো সমাধানে পদক্ষেপ গ্রহণ করা হবে।

পিবিএ/ বিএস/হক

আরও পড়ুন...