পিবিএ, ডেস্ক:আবারো সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আবহা বিমানবন্দরে হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ৯ জন আহত হয়েছে। খবর দ্য জেরুজালেম পোস্টের।
ইয়েমেনের হুতি বিদ্রোহীরা সৌদির আন্তর্জাতিক আবহা বিমান বন্দরে মঙ্গলবার ড্রোন হামলা চালিয়েছে।
সৌদি আরবের পক্ষ থেকে বলা হয়েছে, হামলায় ৯ জন বেসামরিক লোক আহত হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে খবরে বলা হয়েছে।
বিমানবন্দরে হামলায় আহতদের ৮ জন সৌদি এবং একজন ভারতের বাসিন্দা। মঙ্গলবার রাত সাড়ে ১২ টা নাগাদ এ হামলার ঘটনা ঘটেছে বলে সৌদি নেতৃত্বাধীন কোয়ালিশন বাহিনীর একজন মুখপাত্র জানান।