পিবিএ,গোপালগঞ্জ: গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া বাজার এলাকায় অভিযানে নকল জুস ও চানাচুর তৈরীর ফ্যাক্টরীর সন্ধান পেয়েছে ভ্রাম্যমান আদালত। দীর্ঘদিন ধরে আব্দুল্লাহ আইস ফ্যাক্টরীর আড়ালে বিভিন্ন নামী-দামী কোম্পানীর জুস ও চানাচুর তৈরী করে বাজারজাত করা হচ্ছিল।
মঙ্গলবার দুপুরে কাশিয়ানী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এ এস এম মাঈন উদ্দিন ওই ফ্যাক্টরী থেকে ভেজাল জুস, জুস তৈরীর কেমিক্যালস্ এবং ভেজাল চানাচুর জব্দ ধ্বংস ও ৫০ হাজার টাকা জরিমানা করেন
কাশিয়ানী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এ এস এম মাঈন উদ্দিন পিবিএকে জানান, কাশিয়ানী উপজেলার বরাশুর গ্রামের বাসিন্দা মৃতঃ চুন্নু মৃধার ছেলে আব্দুল্লাহ মৃধা ও হাবিবুল্লাহ মৃধা দীর্ঘ দিন ধরে আইস ফ্যাক্টরীর আড়ালে বিভিন্ন নামী-দামী কোম্পানীর জুস ও চানাচুর তৈরী করে বাজার জাত করে আসছিল। পরে গোপন সংবাদের ভিত্তিতে ওই আইস ফ্যাক্টরীরে অভিযান চালানো হয়। এসময় ফ্যাক্টরীর মালিকেরা পালিয়ে যায়।
এসময় ওই ফ্যাক্টরী থেকে জুস, জুস তৈরীর কেমিক্যালস্, ভেজাল চানাচুর মেশিনপত্র আটক এবং ধ্বংস করা হয়। পরে এনামুল ফকির ও শফিকুল শেখ নামের দুই কর্মচারীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ঘটনায় ফ্যাক্টরীর মালিকদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
পিবিএ/বিএস/হক