পাবনায় সাপের কামড়ে নৈশ প্রহরীর মৃত্যু

পিবিএ,পাবনা: পাবনার আটঘরিয়া উপজেলার নাগদহ গ্রামে সাপের কামড়ে জনাব আলী (৫০) নামে এক নৈশ প্রহরীর মৃত্যু হয়েছে।


নিহত জনাব আলী ওই গ্রামের মৃত বিনোদ আলীর ছেলে। তিনি টেবুনিয়া বিএডিসি কৃষি ফ্যামের অভ্যন্তর গভীর নলকুপের নৈশ গ্রহরী হিসেবে কর্মরত ছিলেন।
এলাকাবাসী জানান, গতকাল সোমবার (০১ জুলা) দিবা রাতে কৃষি ফ্যামের গভীর নলকূপের ঘরে প্রতি দিনের মতো পাহারা দিচ্ছিলেন। রাত ১টার দিকে নলকূপের ঘরে রাখা চৌকিতে তিনি শুয়ে বিশ্রাম নিচ্ছিলেন।
হঠাৎ তার ঘারে সাপ ঢুকে কামড় দিলে জ্বালা-যন্ত্রণা শুরু হলে তিনি নিজেই দ্রুত কৃষি ফ্যামের অন্যান্য নৈশ প্রহরীদের বিষয়টি অবগত করেন।
অন্যান্য নৈশ প্রহরীরা তাকে দ্রুত পাবনা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোর ৪টার দিকে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

পিবিএ/এমআর/হক

আরও পড়ুন...