গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে খাগড়াছড়িতে বিএনপির বিক্ষোভ

আল-মামুন,খাগড়াছড়ি: গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল করেছে খাগড়াছড়ি জেলা বিএনপি। মঙ্গলবার সকাল ১১টায় শহরের মিল্লাত চত্ত্বর থেকে মিছিলটি ভাঙ্গাব্রীজ এলাকা প্রদক্ষিণের চেষ্টা করলে গণপূর্ত কার্যালয়ের সামনে পুলিশী বাঁধার মূখে পড়ে।

পরে খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি নাসির উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজা। এ সময় উপস্থিত ছিলেন, সহ-সভাপতি, মংসোথোয় চৌধুরী, সাধারন সম্পাদক এম এন আবছার, কোষাধ্যক্ষ মফিজুর রহমান, যুগ্ম সম্পাদক মোশারফ হোসেনও ছাত্রদল যুবদলসহ অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা এতে অংশ নেয়।

বিক্ষোভ মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তরা বর্তমান সরকারের নানা সমালোচনা করে বলেন, আওয়ামীলীগের গণবিরোধী সিদ্ধান্তে বৃদ্ধি করা হয়েছে গ্যাসের দাম। ফলে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়তে হবে। এছাড়াও বর্তমান সরকার ষড়যন্ত্রমুলক ভাবে আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়াকে কারাগারে বন্ধি রেখে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে অভিযোগ এনে দ্রুত সময়ের মধ্যে গণবিরোধী সিদ্ধান্ত বাতিলসহ বেগম জিয়ার নি:শর্ত মুর্তি না দিলে কঠোর আন্দোলনের হুশিয়ারী জানান নেতৃবৃন্দরা।

পিবিএ/এএম/হক

আরও পড়ুন...