অমাবস্যার জোয়ারের প্রভাবে সমুদ্র উত্তাল


পিবিএ, কলাপাড়া(পটুয়াখালী): অমাবস্যার প্রভাব ও বঙ্গোপসাগরে বায়ু চাপের কারনে সাগর উত্তাল রয়েছে। স্বাভাবিক জোয়ারের চেয়ে সমুদ্রসহ নদ নদীতে ৩-৪ ফুট পানি বৃদ্ধি পেয়েছে। মঙ্গলবার সকাল থেকে উপকূলের বিভিন্ন স্থানে থেমে থেমে হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে। এদিকে সমুদ্র বন্দর সমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস ।

কুয়াকাটা সৈকতে ব্যবসায়ী দেলোয়ার হোসেন জানান, সমুদ্রের উত্তাল ঢেউয়ের কারনে ছাতা চেয়ার নিরাপদে সরিয়ে নিয়ে গেছেন। সমুদ্রের পাড়ে থাকা কয়েকটি ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠানও সরিয়ে নিতে বাধ্য হয়েছেন।

কুয়াকাটা আশার আলো জেলে সমবায় সমিতি সুত্রে জানা যায়, অবরোধ অমান্য করে যে সকল মাছ ধরা ট্রলার আবহাওয়ার পুর্বাভাস পেয়ে গভীর সমুদ্রে থেকে উঠে এসে নিরাপদে আশ্রয় নিয়েছে।

কুয়াকাটা-আলীপুর মৎস্য আড়তদার সমবায় সমিতির সভাপতি ইউপি চেয়ারম্যান আনছার উদ্দিন মোল্লা জানান, সমুদ্রে অবরোধ চলমান থাকায় কোন ট্রলার মাছ ধরতে যায়নি। সকল মাছ ধরা ট্রলার নিরাপদে রয়েছে।

পিবিএ/উকেএইচ/জেডআই

আরও পড়ুন...