‘নিজের জীবন দিয়ে স্ত্রীকে ভালোবাসার প্রমাণ দিয়েছেন রিফাত’

পিবিএ,ঢাকা: জনপ্রিয় অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা রাসেল মিয়া বলেছেন, নিজের জীবন দিয়ে স্ত্রীর প্রতি অকৃত্রিম ভালোবাসার প্রমাণ দিয়ে গেছেন বরগুনার রিফাত শরীফ। নিজের স্ত্রীর প্রতি রিফাত শরীফের অকৃত্রিম ভালোবাসার কথা উল্লেখ করে রাসেল মিয়া বলেন, রিফাত শরীফ কিন্তু ইচ্ছা করলে দৌড়ে পালিয়ে যেতে পারতো, কিন্তু স্ত্রীকে ফেলে সে পালিয়ে যায়নি। হয়তো সে ভেবেছিল, সে পালিয়ে গেলে সন্ত্রাসীরা তার স্ত্রীর ক্ষতি করবে, হয়তো তাকেও সন্ত্রাসীরা কুপিয়ে মেরে ফেলবে।

রাসেল মিয়া চাঞ্চল্যকর রিফাত শরীফ হত্যা মামলার প্রধান আসামী নয়ন বন্ড পুলিশের সাথে বন্দুক যুদ্ধে নিহত হওয়ার খবরে স্বস্তি প্রকাশ করে বলেছেন, বাকী যে ঘাতকরা রয়েছে, তাদেরও এমনিভাবে তাৎক্ষণিকভাবে বিচার করা উচিত, তাহলে দেশ থেকে খুন, রাহাজানি, ব্যাভিচার কমে যাবে।

মঙ্গলবার বার্তা সংস্থা পিবিএ’কে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ আহবান জানান।

রাসেল মিয়া বলেন, কোন মানুষের মৃত্যুতেই সন্তোষ প্রকাশ করা উচিত নয়; কিন্তু নয়ন বন্ড যে বর্বরতার পরিচয় দিয়েছে, সে যে নির্মমভাবে প্রকাশ্য দিবালোকে রিফাত শরীফকে কুপিয়ে হত্যা করেছে, সে কারণে আমি তার মৃত্যুতে স্বস্তি প্রকাশ করছি এবং আমার মত অনেকেই তার মৃত্যুতে খুশি হয়েছেন, হেসেছেন। এজন্য তিনি বরগুনার পুলিশ সুপারকে ধন্যবাদও জানান।

তিনি বলেন, বাকি খুনিদেরও যদি এভাবে তাৎক্ষণিক বিচার হয় তাহলে খুনিরা ভয় পাবে, দেশ থেকে খুন, রাহাজানি কমে যাবে।

রাসেল মিয়া বলেন, সন্ত্রাসী নয়ন বন্ডের সাথে রিফাতের স্ত্রীর কোন গোপন সম্পর্ক আছে কিনা তা খতিয়ে দেখা প্রয়োজন। কারণ, তার সাথে সন্ত্রাসী নয়ন বন্ডের সম্পর্ক নিয়ে নানা কথা শোনা যাচ্ছে, সামাজিক মাধ্যমে কিছু ভিডিও দেখা গেছে। তিনি রিফাতের স্ত্রী মিন্নির মোবাইলের কললিস্ট এবং ফেসবুক আইডি চেক করার জন্যও কর্তৃপক্ষের প্রতি আহবান জানান।

এর কারণ হিসেবে তিনি বলেন, যে স্বামী তাকে এত অকৃত্রিমভাবে জীবন দিয়ে ভালোবাসতো, সেই স্বামীর প্রতি স্ত্রীর ভালোবাসায় খাদ থাকা উচিত নয়। যদি তার কোন সমস্যা থাকে তাহলে সেটাও জনসম্মুখে আসা উচিত ও বিচার হওয়া উচিত যাতে অন্যরা সচেতন হতে পারে।

পিবিএ/এএইচ

আরও পড়ুন...