পিবিএ, বাগেরহাট: ব্লাড ক্যান্সারে আক্রান্ত মেধাবী ছাত্র সিয়াম আলী শে ‘র শারীরিক অবস্থার ক্রমেই অবনতি ঘটছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্রফেসর আব্দুল মতিনের তত্বাবধানে সিয়াম চিকিৎসাধীন ছিল।
ব্লাড ক্যান্সারে আক্রান্ত সিয়াম আলী বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার দক্ষিণ কলাতলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র। সিয়ামের বিধবা মা তাজিনুর বেগম পিবিএকে জানান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকগণ জানিয়েছেন সিয়ামের চিকিৎসার জন্য ২০-২৫ লাখ টাকা প্রয়োজন। সংসারে আয়ক্ষম তেমন কেউ নেই। এত টাকা যোগাড়ের কোন উপায় তারা দেখ ছেলেকে নিছে বাড়িতে ফিরে আসতে হয়েছে। সন্তানের চিকিৎসা এই বিপুল অর্থ জোগান দেয়া সম্ভব হচ্ছে না বিধায় সিয়ামের মা সমাজের হৃদয়বান বিত্তশালী মানুষের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন। কোন সহৃদয় ব্যক্তি সিয়ামকে চিকিৎসায় সাহায্য দিতে চাইলে যোগাযোগ করুন- সাহায্যদানে আগ্রহীগণ বিক্যাশ- ০১৭৮৪৭৭৯৯৬৩ নম্বরে অথবা সোনালী ব্যাংক, পাটগাতী, টুঙ্গিপাড়া শাখার হিসাব নং-৬১১০১০১০০৯৭৮০ এ আর্থিক সাহায্য পাঠাতে পারেন। আপনার পাঠানো কিছু টাকায় এক অসহায় শিশুর জীবন বাঁচতে পারে।
পিবিএ/এসএইচ/হক