পিবিএ, ফুলবাড়ী ,দিনাজপুর: দিনাজপুরের ফুলবাড়ী থানা পুলিশ গতকাল মঙ্গলবার বিকেল তিনটায় মাদক বিরোধী অভিযান চালিয়ে হিরো মোটরসাইকেলসহ ৪০ বোতল ফেন্সিডিল জব্দ করেছে।
এ সময় মাদক পাচারের সাথে জড়িত থাকার অভিযোগে উপজেলার বেতদীঘি ইউনিয়নের নন্দীগ্রামের নিয়ামত হোসেনের ছেলে নাহিদ মাহামুদ উজ্জ্বল (১৬) ও বিরামপুর উপজেলার চাপড়া দক্ষিণপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে মিলন মিয়াকে (২৮) আটক করা হয়েছে।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফখরুল ইসলাম বলেন, গোপন সূত্রে খবর পেয়ে তাঁর (ওসি’র) নেতৃত্বে থানার এএসআই আব্দুল খালেকসহ একদল পুলিশ উপজেলার বেতদীঘি ইউনিয়নের চিন্তামন এলাকায় অভিযান চালায়। স্থানীয় পেট্রোল পাম্পে এলাকায় চালক ও আরোহীসহ হিরো মোটরসাইকেল আটক করা হয়। আটক ব্যক্তিদেরনজ মোটরসাইকেল তল্লাশী চালিয়ে ৪০ বোতল ফেন্সিডিল জব্দ করে ওই দুইজনকে আটক করা হয়। এ ব্যাপারে থানায় একটি মামলা রুজু করা হয়েছে। আটক দুইজনকে আদালতের মাধ্যমে জেলহাজতে সোপর্দ করা হয়েছে।
পিবিএ/পিএস/হক