পিবিএ স্পোর্টস ডেস্ক: আর্জেন্টিনাকে ২-০ গোলে হারিয়ে কোপা আমেরিকার ফাইনালে স্থান করে নিয়েছে ব্রাজিল। বুধবার ভোরে ২-০ গোলে জয় পেয়েছে স্বাগতিকরা। একটি করে গোল দিয়েছেন গ্যাব্রিয়েল জেসুস ও রর্বাতো ফিরমিনো। বেলো হরিজোন্তের এস্তাদিও মিনেইরোতে বাংলাদেশ সময় ভোর সাড়ে ৬টায় শুরু হয় ম্যাচটি।
কোপা আমেরিকার মঞ্চে শুরু থেকেই নড়বড়ে ছিল আর্জেন্টিনা শিবির। কলম্বিয়ার বিপক্ষে পরাজয় দিয়ে হোঁচট খায় আলবিসেলেস্তেরা। পরে ম্যাচে প্যারাগুয়ের সঙ্গে ড্র করে আবারো ধাক্কা খায় মেসির দল। পরে কাতারকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠে। এরপর শেষ আটে ভেনেজুয়েলাকে সহজেই হারিয়ে সেফিফাইনাল নিশ্চিত হয়।