মালয়েশিয়া রেঙ্কিং ইউনিভার্সিটি নিয়ে ঢাকায় শিক্ষা মেলা করবে এইম এডুকেশন সলিউশন

কায়সার হামিদ হান্নান, পিবিএ, মালয়েশিয়া : মালয়েশিয়া রেঙ্কিং ইউনিভার্সিটি নিয়ে ঢাকা ও চট্টগ্রামে শিক্ষা মেলা করবে এইম এডুকেশন সলিউশন। আগামি ১লা অগাস্ট বৃহস্পতিবার চট্রগ্রামের হোটেল লর্ড ইন (এজিইসি) মোড় সকাল ১০ টা থেকে বিকাল ৬ টা পর্যন্ত ,২ ,৩,৪ অগাস্ট শুক্র ,শনি ও রবিবার ঢাকার কেআইবি কমপ্লেক্স এ প্রতিদিন সকাল ১০ টা থেকে বিকাল ৬ টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়গুলো সরাসরি শিক্ষা মেলা করতে যাচ্ছে।

এ উপলক্ষে মঙ্গলবার বিকেলে কুয়ালালামপুরের ইউনিভার্সিটি টেকনোলোজি মালয়েশিয়ায় বিশ্ববিদ্যালয়গুলোর পক্ষে ‘মিট দ্য প্রেস’ এর আয়োজন করে এইম এডুকেশন সলিউশন। এ সময় বিশ্ববিদ্যালয়গুলোর সিনিয়র কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন এইম এডুকেশন সলিউশনের পরিচালক আবুল কালাম আজাদ। তিনি জানান, বাংলাদেশ থেকে প্রতি বছর বহু শিক্ষার্থী উচ্চশিক্ষা গ্রহণে বিদেশে যায়। গত একযুগ ধরে বাংলাদেশি শিক্ষার্থীদের পছন্দের কয়েকটি দেশের মাঝে প্রিয় নাম মালয়েশিয়া। সঠিক তথ্য ও গাইড লাইনের অভাব এবং কিছু অসাধু এজেন্টের কারণে ভালো ফলাফল করা শিক্ষার্থীরা নাম সর্বস্ব প্রতিষ্ঠানে ভর্তির মাধ্যমে প্রতারিত হচ্ছে। এ সমস্যা থেকে উত্তরণে মালয়েশিয়ার আটটি পাবলিক বিশ্ববিদ্যালয় ঢাকায় সরাসরি শিক্ষা মেলা করতে যাচ্ছে।
পরে সাংবাদিকদের নানান প্রশ্নের জবাব দেন ঐ বিশ্ববিদ্যালয়গুলোর প্রতিনিধিরা।

আরও পড়ুন...